হাসান আজিজুল হকের ‘আগুন পাখি’ থেকে টিভি সিরিজ

২০০৬ সালে প্রকাশিত হয়েছিল স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত লেখক হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুন পাখি’। দেশ-বিদেশের বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছে বইটি। সেই ‘আগুন পাখি’ এবার আসছে টিভি সিরিজ হয়ে। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন পারভেজ আমিন। বিভিন্ন কালজয়ী উপন্যাস অবলম্বনে এর আগেও নাটক নির্মাণ করেছেন এ নির্মাতা। কিছুদিন আগে শেষ হয়েছে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে এ পরিচালকের ‘জলপুত্র’ ধারাবাহিক। এবার ‘আগুন পাখি’ বেছে নেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বেছে নেয়ার কারণটা আসলে আবেগী। দেশভাগ নিয়ে দুই বাংলার মানুষের আগ্রহ ও আবেগ অনেক বেশি। এখনও অনেক মানুষ প্রতিনিয়ত এ স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়। অনেক চ্যালেঞ্জিং একটা কাজ হতে যাচ্ছে এটি। রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তুলে ধরতে হবে এখানে। সব মিলিয়ে কিছুটা কঠিন হবে কাজটা করা, তবে আমি এমন কাজ করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

নির্মাতা জানান, এ বছরের শেষের দিকে নাটকটির শুটিং শুরু করবেন। ইতোমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন দুই বাংলার লেখকদের একটি প্যানেল। নাটকটিতে কারা অভিনয় করবেন সেটি এখনও ঠিক করা না হলেও, শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়েই পরিচালক কাজটি করতে আগ্রহী।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

হাসান আজিজুল হকের ‘আগুন পাখি’ থেকে টিভি সিরিজ

বিনোদন রিপোর্ট

image

২০০৬ সালে প্রকাশিত হয়েছিল স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত লেখক হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুন পাখি’। দেশ-বিদেশের বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছে বইটি। সেই ‘আগুন পাখি’ এবার আসছে টিভি সিরিজ হয়ে। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন পারভেজ আমিন। বিভিন্ন কালজয়ী উপন্যাস অবলম্বনে এর আগেও নাটক নির্মাণ করেছেন এ নির্মাতা। কিছুদিন আগে শেষ হয়েছে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে এ পরিচালকের ‘জলপুত্র’ ধারাবাহিক। এবার ‘আগুন পাখি’ বেছে নেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বেছে নেয়ার কারণটা আসলে আবেগী। দেশভাগ নিয়ে দুই বাংলার মানুষের আগ্রহ ও আবেগ অনেক বেশি। এখনও অনেক মানুষ প্রতিনিয়ত এ স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়। অনেক চ্যালেঞ্জিং একটা কাজ হতে যাচ্ছে এটি। রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তুলে ধরতে হবে এখানে। সব মিলিয়ে কিছুটা কঠিন হবে কাজটা করা, তবে আমি এমন কাজ করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

নির্মাতা জানান, এ বছরের শেষের দিকে নাটকটির শুটিং শুরু করবেন। ইতোমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন দুই বাংলার লেখকদের একটি প্যানেল। নাটকটিতে কারা অভিনয় করবেন সেটি এখনও ঠিক করা না হলেও, শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়েই পরিচালক কাজটি করতে আগ্রহী।