পাসের হারে ছাত্রীরা এগিয়ে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায়ও পাসের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৪ দশমিক ৭৭ শতাংশ বেশি। এর ফলে ২০১৫ সাল থেকে টানা পাঁচ বছর ধরে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে থাকলো।

গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে- এ বছর ছাত্রীদের পাসের হার ৭৬ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফলের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ২০১৫ সালে ৭০ দশমিক ২৩ শতাংশ ছাত্রী পাস করেছিল। ওই বছর ছাত্রদের পাসের হার ছিল ৬৯ দশমিক শূন্য ৪ শতাংশ। পরের বছর ২০১৬ সালে ছাত্রীদের পাসের হার হয় ৭৫ দশমিক ৬০ শতাংশ। সে বছর ছাত্রদের পাসের হার হয় ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এরপর ২০১৭ সালে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ শতাংশ। গত বছর ২০১৮ সালে ছাত্রীদের পাসের হার হয় ৬৯ দশমিক ৭২ শতাংশ। তখন ছাত্রদের পাসের হার ছিল ৬৩ দশমিক ৮৮ শতাংশ।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যা গতবার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবার ১০টি শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৫৭৬ জন। আর ছাত্রী ২২ হাজার ৭১০ জন।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

পাসের হারে ছাত্রীরা এগিয়ে

নিজস্ব বার্তা পরিবেশক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায়ও পাসের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৪ দশমিক ৭৭ শতাংশ বেশি। এর ফলে ২০১৫ সাল থেকে টানা পাঁচ বছর ধরে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে থাকলো।

গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে- এ বছর ছাত্রীদের পাসের হার ৭৬ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফলের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ২০১৫ সালে ৭০ দশমিক ২৩ শতাংশ ছাত্রী পাস করেছিল। ওই বছর ছাত্রদের পাসের হার ছিল ৬৯ দশমিক শূন্য ৪ শতাংশ। পরের বছর ২০১৬ সালে ছাত্রীদের পাসের হার হয় ৭৫ দশমিক ৬০ শতাংশ। সে বছর ছাত্রদের পাসের হার হয় ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এরপর ২০১৭ সালে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ শতাংশ। গত বছর ২০১৮ সালে ছাত্রীদের পাসের হার হয় ৬৯ দশমিক ৭২ শতাংশ। তখন ছাত্রদের পাসের হার ছিল ৬৩ দশমিক ৮৮ শতাংশ।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যা গতবার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবার ১০টি শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৫৭৬ জন। আর ছাত্রী ২২ হাজার ৭১০ জন।