ঢাকায় সফটওয়্যার কোয়ালিটি এসিওরেন্স টেস্টিং সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে গত ১৩-১৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘SQAT Bangladesh Symposium 2019’ শীর্ষক সিম্পোজিয়াম। মানসম্পন্ন সফটওয়্যার তৈরি ও ডেভেলপমেন্টের জন্য টেষ্টিং এ দক্ষ জনবলের ঘাটতিসহ বিভিন্ন বিষয় সিম্পোজিয়ামে আলোচিত হয়েছে। সিম্পোজিয়ামে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং, টেস্ট অটোমেশন, স্ট্যাটিজিক এজাইল টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, টেস্টিং এআই এপ্লিকেশন, টেস্টিং ইন দ্য ওয়ার্ল্ড অব আইওটি, টেস্টিং ইন ডেভএপসের ওপর ওয়ার্কশপ এবং সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্লেনারি সেশান অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে প্রায় দেড় শতাধিক পেশাজীবী অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

ঢাকায় সফটওয়্যার কোয়ালিটি এসিওরেন্স টেস্টিং সিম্পোজিয়াম অনুষ্ঠিত

image

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে গত ১৩-১৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘SQAT Bangladesh Symposium 2019’ শীর্ষক সিম্পোজিয়াম। মানসম্পন্ন সফটওয়্যার তৈরি ও ডেভেলপমেন্টের জন্য টেষ্টিং এ দক্ষ জনবলের ঘাটতিসহ বিভিন্ন বিষয় সিম্পোজিয়ামে আলোচিত হয়েছে। সিম্পোজিয়ামে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং, টেস্ট অটোমেশন, স্ট্যাটিজিক এজাইল টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, টেস্টিং এআই এপ্লিকেশন, টেস্টিং ইন দ্য ওয়ার্ল্ড অব আইওটি, টেস্টিং ইন ডেভএপসের ওপর ওয়ার্কশপ এবং সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্লেনারি সেশান অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে প্রায় দেড় শতাধিক পেশাজীবী অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।