দৌলতদিয়া-পাটুরিয়া তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো তীব্র স্রোতের কারণে স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এছাড়া রুটের তিনটি ফেরি বর্তমান স্রোতের বিপরীতে চলাচল করতে না পারায় সেগুলো সম্পূর্ণ বসে আছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় ৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ ও ভোগান্তি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস ও অন্যান্য সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। প্রচন্ড এই স্রোতের বিপরীতে রুটের ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। স্বাভাবিক সময়ে প্রতিটি ফেরি এক ঘাট থেকে অপর ঘাটে পৌঁছাতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগত। কিন্তু বর্তমানে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। গুরুত্বপূর্ণ এই নৌরুটে মোট ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামত করা হচ্ছে। এ সব কারণে নৌরুটে ফেরি সংকট প্রকট আকার ধারণ করেছে।

এদিকে গত মঙ্গলবার রাতে স্রোতের বিপরীতে সর্বশক্তি নিয়োগ করে চলতে গিয়ে রুটের শাহ আলী ও খানজাহান আলী নামের দুটি রোরো ফেরির সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরিতে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে এনে কিছু সময় বিশ্রাম দিয়ে ফেরি দুটি পুনরায় চলাচল শুরু করে সরেজমিন গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। ঘাট এলাকার দুই কিলোমিটার ফোর লেন সড়কের বাম পাশে তিন সাড়ি ও এর পর থেকে দুই সারিতে সহস্রাধিক বিভিন্ন যানবাহন আটকে আছে। এ সময় একাধিক বাসচালক অভিযোগ করেন, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় সিরিয়ালে আটকা থেকে অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু এরকম দুর্ভোগের মধ্যে যাত্রীবাহী যানবাহনের সঙ্গে দালালদের মাধ্যমে অতিক্তি টাকা দিয়ে অনেক পণ্যবাহী ট্রাক ফেরিতে উঠে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, রুটে চলাচলকারী ১৫টি ফেরি মধ্যে তীব্র স্রোতের কারণে তিনটি ফেরি চলাচল করতে পারছে না। অন্য ফেরিগুলো ট্রিপে অতিরিক্ত সময় লাগায় ঘাট এলাকায় যানবাহনের সিরিয়ালের সৃষ্টি হয়েছে। তবে মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তিনি আরও জানান, মেরামতে থাকা রুটের ৫টি ফেরি আগামী সপ্তাহে রুটে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

দৌলতদিয়া-পাটুরিয়া তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো তীব্র স্রোতের কারণে স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এছাড়া রুটের তিনটি ফেরি বর্তমান স্রোতের বিপরীতে চলাচল করতে না পারায় সেগুলো সম্পূর্ণ বসে আছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় ৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ ও ভোগান্তি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস ও অন্যান্য সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। প্রচন্ড এই স্রোতের বিপরীতে রুটের ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। স্বাভাবিক সময়ে প্রতিটি ফেরি এক ঘাট থেকে অপর ঘাটে পৌঁছাতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগত। কিন্তু বর্তমানে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। গুরুত্বপূর্ণ এই নৌরুটে মোট ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামত করা হচ্ছে। এ সব কারণে নৌরুটে ফেরি সংকট প্রকট আকার ধারণ করেছে।

এদিকে গত মঙ্গলবার রাতে স্রোতের বিপরীতে সর্বশক্তি নিয়োগ করে চলতে গিয়ে রুটের শাহ আলী ও খানজাহান আলী নামের দুটি রোরো ফেরির সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরিতে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে এনে কিছু সময় বিশ্রাম দিয়ে ফেরি দুটি পুনরায় চলাচল শুরু করে সরেজমিন গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। ঘাট এলাকার দুই কিলোমিটার ফোর লেন সড়কের বাম পাশে তিন সাড়ি ও এর পর থেকে দুই সারিতে সহস্রাধিক বিভিন্ন যানবাহন আটকে আছে। এ সময় একাধিক বাসচালক অভিযোগ করেন, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় সিরিয়ালে আটকা থেকে অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু এরকম দুর্ভোগের মধ্যে যাত্রীবাহী যানবাহনের সঙ্গে দালালদের মাধ্যমে অতিক্তি টাকা দিয়ে অনেক পণ্যবাহী ট্রাক ফেরিতে উঠে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, রুটে চলাচলকারী ১৫টি ফেরি মধ্যে তীব্র স্রোতের কারণে তিনটি ফেরি চলাচল করতে পারছে না। অন্য ফেরিগুলো ট্রিপে অতিরিক্ত সময় লাগায় ঘাট এলাকায় যানবাহনের সিরিয়ালের সৃষ্টি হয়েছে। তবে মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তিনি আরও জানান, মেরামতে থাকা রুটের ৫টি ফেরি আগামী সপ্তাহে রুটে যুক্ত হওয়ার কথা রয়েছে।