পল্টনে ট্রপিকানা টাওয়ারে আগুন

তিন মাসের ব্যবধানে আবারও আগুন লেগেছে রাজধানীর পল্টনের ট্রপিকানা টাওয়ারে। গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে পুরানা পল্টনের তোপখানা রোডের ভবনের ১৫ তলায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, ভবনটির ১৫ তলায় বৈদ্যুতিক ক্যাবলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের কোন কাজ করতে হয়নি। এ ঘটনায় কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের ৩ এপ্রিল টাওয়ারের ৫ তলার ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সংবাদপত্রের অফিসে আগুন লেগেছিল। সে সময়ও আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে তা নেভানোও হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

পল্টনে ট্রপিকানা টাওয়ারে আগুন

নিজস্ব বার্তা পরিবেশক

তিন মাসের ব্যবধানে আবারও আগুন লেগেছে রাজধানীর পল্টনের ট্রপিকানা টাওয়ারে। গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে পুরানা পল্টনের তোপখানা রোডের ভবনের ১৫ তলায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, ভবনটির ১৫ তলায় বৈদ্যুতিক ক্যাবলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের কোন কাজ করতে হয়নি। এ ঘটনায় কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের ৩ এপ্রিল টাওয়ারের ৫ তলার ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সংবাদপত্রের অফিসে আগুন লেগেছিল। সে সময়ও আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে তা নেভানোও হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।