আজ এফ জামান তাপসের ‘একই ফ্রেমে বাঁধা’

রওনক হাসান ও নাদিয়া আহমেদ এফ জামান তাপসের পরিচালনায় ‘একই ফ্রেমে বাঁধা’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটি রচনা করেছেন ফাইয়াদুজ্জামান তামিম। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে তামিম জানান, একজন স্ক্রিপ্ট রাইটার সবসময়ই থ্রিলারধর্মী গল্প লিখেন। কিন্তু একসময় প্রযোজক তাকে অগ্রীম টাকা দিয়ে রোমান্টিক একটি গল্প লিখতে বলেন। কিন্তু স্ক্রিপ্ট রাইটার রোমান্টিক গল্প লিখতে গিয়ে নানান সমস্যা পড়ে। নিজেকে রোমান্টিক করে তুলতে গিয়ে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। টেলিফিল্মটিতে স্ক্রিপ্ট রাইটার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তার বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ।

আজ বিকেল ৩টায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানালেন পরিচালক এফ জামান তাপস। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘যেহেতু টেলিফিল্মের গল্প আমাকে কেন্দ্র করেই তাই আমাকে যথেষ্ট মনোযোগ দিয়েই কাজটি করতে হয়েছে। তাপস ভাইয়ের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ করা। খুব ভালো মনের একজন মানুষ তিনি। বেশ যতœ নিয়ে ধীরে, বুঝে শুনে কাজ করার চেষ্টা করেছেন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ নাদিয়া আহমেদ বলেন, ‘রওনক ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি শুটিং-এ ভীষণ সহযোগিতা পরায়ন একজন সহশিল্পী। সহশিল্পী এমন মনোভাবাপন্নের হলে কাজও অনেক ভালো হয়। আমি এ কাজটি নিয়ে অনেক আশাবাদী।’

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৫ জিলকদ ১৪৪০

আজ এফ জামান তাপসের ‘একই ফ্রেমে বাঁধা’

বিনোদন প্রতিবেদক |

image

রওনক হাসান ও নাদিয়া আহমেদ এফ জামান তাপসের পরিচালনায় ‘একই ফ্রেমে বাঁধা’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটি রচনা করেছেন ফাইয়াদুজ্জামান তামিম। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে তামিম জানান, একজন স্ক্রিপ্ট রাইটার সবসময়ই থ্রিলারধর্মী গল্প লিখেন। কিন্তু একসময় প্রযোজক তাকে অগ্রীম টাকা দিয়ে রোমান্টিক একটি গল্প লিখতে বলেন। কিন্তু স্ক্রিপ্ট রাইটার রোমান্টিক গল্প লিখতে গিয়ে নানান সমস্যা পড়ে। নিজেকে রোমান্টিক করে তুলতে গিয়ে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। টেলিফিল্মটিতে স্ক্রিপ্ট রাইটার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তার বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ।

আজ বিকেল ৩টায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানালেন পরিচালক এফ জামান তাপস। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘যেহেতু টেলিফিল্মের গল্প আমাকে কেন্দ্র করেই তাই আমাকে যথেষ্ট মনোযোগ দিয়েই কাজটি করতে হয়েছে। তাপস ভাইয়ের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ করা। খুব ভালো মনের একজন মানুষ তিনি। বেশ যতœ নিয়ে ধীরে, বুঝে শুনে কাজ করার চেষ্টা করেছেন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ নাদিয়া আহমেদ বলেন, ‘রওনক ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি শুটিং-এ ভীষণ সহযোগিতা পরায়ন একজন সহশিল্পী। সহশিল্পী এমন মনোভাবাপন্নের হলে কাজও অনেক ভালো হয়। আমি এ কাজটি নিয়ে অনেক আশাবাদী।’