আজ ভারতের মুক্তি পাচ্ছে জাহিদ-রাইমার ‘সিতারা’

আজ ১৯ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়–, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুর ও কেরালা রাজ্যে একসঙ্গে ‘সিতারা’ মুক্তি পেতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক আবুল বাশারের উপন্যাস ‘ভোরে প্রসূতি’ অবলম্বনে আশীষ রায় নির্মাণ করেছেন সিনেমা ‘সিতারা’। এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। আরও অভিনয় করেছেন এম এ নাসের, সুব্রত দত্ত, মেঘনা নাইডু ও মাসুদ আখতারসহ আরও অনেকে। জানা গেছে, সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পেতে পারে। ‘সিতারা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন ও দিলু চরিত্রে জাহিদ হাসান। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারে ‘সিতারা’র শুটিং হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রাইমা জানান, আগে থেকেই তিনি জাহিদ হাসানকে চেনেন ও তার অভিনয়ের অনেক প্রশংসা শুনেছেন। জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করে রাইমা বুঝতে পেরেছেন, তিনি দারুণ একজন অভিনেতা। খুব স্বাভাবিক আর সাবলীল তার অভিনয় এবং ভীষণ আন্তরিক মানুষ তিনি।

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৫ জিলকদ ১৪৪০

আজ ভারতের মুক্তি পাচ্ছে জাহিদ-রাইমার ‘সিতারা’

বিনোদন প্রতিবেদক |

image

আজ ১৯ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়–, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুর ও কেরালা রাজ্যে একসঙ্গে ‘সিতারা’ মুক্তি পেতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক আবুল বাশারের উপন্যাস ‘ভোরে প্রসূতি’ অবলম্বনে আশীষ রায় নির্মাণ করেছেন সিনেমা ‘সিতারা’। এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। আরও অভিনয় করেছেন এম এ নাসের, সুব্রত দত্ত, মেঘনা নাইডু ও মাসুদ আখতারসহ আরও অনেকে। জানা গেছে, সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পেতে পারে। ‘সিতারা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন ও দিলু চরিত্রে জাহিদ হাসান। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারে ‘সিতারা’র শুটিং হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রাইমা জানান, আগে থেকেই তিনি জাহিদ হাসানকে চেনেন ও তার অভিনয়ের অনেক প্রশংসা শুনেছেন। জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করে রাইমা বুঝতে পেরেছেন, তিনি দারুণ একজন অভিনেতা। খুব স্বাভাবিক আর সাবলীল তার অভিনয় এবং ভীষণ আন্তরিক মানুষ তিনি।