৩ নম্বর আসামি রিশান গ্রেফতার

মিন্নিকে আইনি সহায়তা না দেয়ায় সমালোচনা

রিফাত শরীফ হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন গতকাল বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি গতকাল সকাল ১০টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশ বলতে রাজি হয়নি। এদিকে মিন্নি গত বুধবার রিমান্ডের সময় আদালতে আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি বরগুনায় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল।

রিফাত শরীফ হত্যা মামলায় গতকাল সকাল পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৭ জনসহ ১৪ জনকে জীবিত গ্রেফতার করেছে পুলিশ। মামলার ১নং সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে গত মঙ্গলবার রাত ৯টায় গ্রেফতার এবং পরদিন বুধবার ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। এ মামলার ১০ জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জন এখনও রিমান্ডে রয়েছে। যাদের মধ্যে আজ আরিয়ান শ্রাবণকে আজ বিকেলে আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামুআলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ২৬-০৭-১৯ তারিখ বহুল আলোচিত রিফাত হত্যাকা-টি সংঘটিত হওয়ার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে। তার মধ্য থেকে ১০ জন আসামিকে ফৌ:কা:বি: আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ৪ জন আসামিকে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে (রিমান্ড) এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এ মামলায় এজাহারে বর্ণিত আসামিসহ পলাতক আসামিদের গ্রেফতারের জন্য সব ধরনের কৌশল অবলম্বনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অদ্য ১৮-০৭-১৯ তারিখ সকাল ১০.০৫ মিনিটে উক্ত হত্যাকা-ের ঘটনায় জড়িত এজাহার নামীয় ৩নং আসামি মো. রাশেদুল হাসান রিশান ফরাজী পিতা-দুলাল ফরাজী, সাং ধানসিঁড়ি রোড, ৪নং ওয়ার্ড বরগুনা পৌরসভা, থানা ও জেলা বরগুনাকে গোপন সংবাদের প্রেক্ষিতে জনাব মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনার নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আজ বরগুনায় রিফাত হত্যার বিষয় ১নং সাক্ষী থেকে আসামিতে পরিণত হওয়া রিফাতের স্ত্রী আয়শা আক্তার মিন্নিকে রিমান্ডের সময় আইনি সহায়তা না দেয়ার বিষয়টি ছিল টক অফ দ্য টাউন। মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর জানান, এ বিষয়ে অ্যাডভোকেট জিয়াউদ্দিনসহ তিনজনকে তিনি নিয়োগ দিয়েও সময়মতো তাদের সহযোগিতা পাননি। অ্যাডভোকেট জিয়াউদ্দিন এ বিষয় নানা বাহানার কথা উল্লেখ করলেও কোন মহল মিন্নিকে আইনি সহায়তা দিতে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে প্রতীয়মান হচ্ছে।

রাব্বী আকন ও আরিয়ান শ্রাবণের ১৬৪ ধারায় জবানবন্দি

এদিকে রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাব্বী আকন ও সন্দেহভাজন আসামি আরিয়ান শ্রাবণ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গতকাল বিকেল ৪টায় তাদের বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে তাদের জবানবন্দি নেয়া শেষ হয়েছে। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে এখন পর্যন্ত ১২ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন, রিফাত শরীফ হত্যা মামলায় তারা ১৫ জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৫ জিলকদ ১৪৪০

রিফাত হত্যা

৩ নম্বর আসামি রিশান গ্রেফতার

মিন্নিকে আইনি সহায়তা না দেয়ায় সমালোচনা

প্রতিনিধি, বরগুনা

রিফাত শরীফ হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন গতকাল বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি গতকাল সকাল ১০টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশ বলতে রাজি হয়নি। এদিকে মিন্নি গত বুধবার রিমান্ডের সময় আদালতে আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি বরগুনায় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল।

রিফাত শরীফ হত্যা মামলায় গতকাল সকাল পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৭ জনসহ ১৪ জনকে জীবিত গ্রেফতার করেছে পুলিশ। মামলার ১নং সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে গত মঙ্গলবার রাত ৯টায় গ্রেফতার এবং পরদিন বুধবার ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। এ মামলার ১০ জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জন এখনও রিমান্ডে রয়েছে। যাদের মধ্যে আজ আরিয়ান শ্রাবণকে আজ বিকেলে আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামুআলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ২৬-০৭-১৯ তারিখ বহুল আলোচিত রিফাত হত্যাকা-টি সংঘটিত হওয়ার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে। তার মধ্য থেকে ১০ জন আসামিকে ফৌ:কা:বি: আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ৪ জন আসামিকে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে (রিমান্ড) এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এ মামলায় এজাহারে বর্ণিত আসামিসহ পলাতক আসামিদের গ্রেফতারের জন্য সব ধরনের কৌশল অবলম্বনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অদ্য ১৮-০৭-১৯ তারিখ সকাল ১০.০৫ মিনিটে উক্ত হত্যাকা-ের ঘটনায় জড়িত এজাহার নামীয় ৩নং আসামি মো. রাশেদুল হাসান রিশান ফরাজী পিতা-দুলাল ফরাজী, সাং ধানসিঁড়ি রোড, ৪নং ওয়ার্ড বরগুনা পৌরসভা, থানা ও জেলা বরগুনাকে গোপন সংবাদের প্রেক্ষিতে জনাব মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনার নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আজ বরগুনায় রিফাত হত্যার বিষয় ১নং সাক্ষী থেকে আসামিতে পরিণত হওয়া রিফাতের স্ত্রী আয়শা আক্তার মিন্নিকে রিমান্ডের সময় আইনি সহায়তা না দেয়ার বিষয়টি ছিল টক অফ দ্য টাউন। মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর জানান, এ বিষয়ে অ্যাডভোকেট জিয়াউদ্দিনসহ তিনজনকে তিনি নিয়োগ দিয়েও সময়মতো তাদের সহযোগিতা পাননি। অ্যাডভোকেট জিয়াউদ্দিন এ বিষয় নানা বাহানার কথা উল্লেখ করলেও কোন মহল মিন্নিকে আইনি সহায়তা দিতে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে প্রতীয়মান হচ্ছে।

রাব্বী আকন ও আরিয়ান শ্রাবণের ১৬৪ ধারায় জবানবন্দি

এদিকে রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাব্বী আকন ও সন্দেহভাজন আসামি আরিয়ান শ্রাবণ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গতকাল বিকেল ৪টায় তাদের বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে তাদের জবানবন্দি নেয়া শেষ হয়েছে। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে এখন পর্যন্ত ১২ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন, রিফাত শরীফ হত্যা মামলায় তারা ১৫ জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।