মাহমুদুল হক

জন্ম : ২১ জুলাই, ১৯৪০, বারাসাত, পশ্চিমবঙ্গ

মৃত্যু : ২১ জুলাই, ২০০৮, লালবাগ, ঢাকা

মাহমুদুল হক বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী। বন্ধুমহল ও কনিষ্ঠ অনেকের কাছে তিনি বটু ভাই হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪৭ সালে দেশ ভাগের সময় তার পরিবার পুরনো ঢাকার গেন্ডারিয়ায় বসবাস শুরু করে। তার বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ছয় ভাই চার বোনের মধ্যে মাহমুদুল হক চতুর্থ ছিলেন। ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তিনি গত শতাব্দীর পাঁচ-এর দশকে স্কুলে থাকাকালীনই লেখালেখি শুরু করেন। ১৯৫৯ সালে জগন্নাথ কলেজ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

মাহমুদুল হক শিশুদের কাগজ আলাপনী, শাহীন সেতারা প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন। তার কিছু সাড়া জাগানো উপন্যাসের মধ্যে খেলাঘর, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, কালো বরফ, অনুর পাঠশালা, মাটির জাহাজ, অশরীরী, প্রতিদিন একটি রুমাল প্রভৃতি উল্লেখ্যযোগ্য। নিভৃতচারী কৃতী এই লেখক ১৯৮২ সালের পর আর লেখেননি।

মাহমুদুল হকের গদ্যশৈলী স্বতন্ত্র। তার লেখায় উঠে এসেছে বিচিত্র বিষয়।

তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমী পুরস্কার পান।

ইন্টারনেট

আরও খবর

শনিবার, ২০ জুলাই ২০১৯ , ৫ শ্রাবন ১৪২৫, ১৬ জিলকদ ১৪৪০

মাহমুদুল হক

জন্ম : ২১ জুলাই, ১৯৪০, বারাসাত, পশ্চিমবঙ্গ

মৃত্যু : ২১ জুলাই, ২০০৮, লালবাগ, ঢাকা

মাহমুদুল হক বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী। বন্ধুমহল ও কনিষ্ঠ অনেকের কাছে তিনি বটু ভাই হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪৭ সালে দেশ ভাগের সময় তার পরিবার পুরনো ঢাকার গেন্ডারিয়ায় বসবাস শুরু করে। তার বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ছয় ভাই চার বোনের মধ্যে মাহমুদুল হক চতুর্থ ছিলেন। ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তিনি গত শতাব্দীর পাঁচ-এর দশকে স্কুলে থাকাকালীনই লেখালেখি শুরু করেন। ১৯৫৯ সালে জগন্নাথ কলেজ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

মাহমুদুল হক শিশুদের কাগজ আলাপনী, শাহীন সেতারা প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন। তার কিছু সাড়া জাগানো উপন্যাসের মধ্যে খেলাঘর, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, কালো বরফ, অনুর পাঠশালা, মাটির জাহাজ, অশরীরী, প্রতিদিন একটি রুমাল প্রভৃতি উল্লেখ্যযোগ্য। নিভৃতচারী কৃতী এই লেখক ১৯৮২ সালের পর আর লেখেননি।

মাহমুদুল হকের গদ্যশৈলী স্বতন্ত্র। তার লেখায় উঠে এসেছে বিচিত্র বিষয়।

তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমী পুরস্কার পান।

ইন্টারনেট