এবার চাহিদার চেয়ে ধান উৎপাদন বেশি হয়েছে

কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবার চাহিদার তুলনায় ধান ও আলু বেশি উৎপাদন হয়েছে। এসব খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। গত শুক্রবার রংপুরের পীরগাছায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যশস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। পাশাপাশি ফলমূলেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের দেশে এ বছর প্রচুর কাঁঠাল উৎপাদন হয়েছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ ফল বিদেশে রপ্তানির চিন্তাভাবনা করা হচ্ছে। বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না। প্রত্যেক মানুষকে সরকারিভাবে সাহায্য দেয়া হবে। কোন অভাবী, দরিদ্র, অসহায় মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না।

ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান প্রমুখ।

পরে বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণের মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ ও শুকনা খাবার। এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

রংপুরে বাণিজ্যমন্ত্রী

এবার চাহিদার চেয়ে ধান উৎপাদন বেশি হয়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবার চাহিদার তুলনায় ধান ও আলু বেশি উৎপাদন হয়েছে। এসব খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। গত শুক্রবার রংপুরের পীরগাছায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যশস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। পাশাপাশি ফলমূলেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের দেশে এ বছর প্রচুর কাঁঠাল উৎপাদন হয়েছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ ফল বিদেশে রপ্তানির চিন্তাভাবনা করা হচ্ছে। বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না। প্রত্যেক মানুষকে সরকারিভাবে সাহায্য দেয়া হবে। কোন অভাবী, দরিদ্র, অসহায় মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না।

ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান প্রমুখ।

পরে বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণের মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ ও শুকনা খাবার। এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।