আজ আনজাম মাসুদের ‘পরিবর্তন’

আনজাম মাসুদের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। বিটিভিতে আজ ‘পরিবর্ত’ এর ৩৬তম পর্ব প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৯টি পরিবেশনা দিয়ে। পরিবর্তনের এবারের পর্বে থাকছে ৩টি নতুন গান। দুটি গান পরিবর্তনের জন্যই তৈরি করা হয়েছে। সুজন আরিফের সুর ও সংগীত পরিচালনায়একটি গান গাইবেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল পরিশিলীত কন্ঠের সংগীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাস।

জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে একটি গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী এফএ সুমন এবং এ প্রজন্মের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী বন্যা তালুকদার। অটম নাল মুন এর কথা সুর ও সংগীতে আরও একটি গান গাইবেন সংগীতশিল্পী আয়শা মৌসুমী।

সিঁথি সাহার গাওয়া রোমান্টিক একটি গানের সাথে সোহাগ ড্যান্স ট্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী সিনথিয়া রহমান। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় সদ্য শেষ হয়ে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট।

হজমআলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাটকগুলোতে ফলমূলে বিষাক্ত ওষুধ মিশানো, ক্রিকেট জ্বর, ভুঁইফোঁড় নাট্য নির্মাতা, ইতিবাচক বিষয় নিয়ে নেতিবাচ্যাংশক মন্তব্য, কোরবানির পশু মোটাতাজাকরণ, নাটকে কান্নার আধিপত্য, দুর্নীতি দমন কমিশনের কেউ কেউ দুর্নীতিতে জড়ানো, পরনিন্দা পরচর্চা, ঘুষ দুর্নীতি ও বিদেশি অপসংস্কৃতি চর্চাপ্রাধান্য পেয়েছে।

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

আজ আনজাম মাসুদের ‘পরিবর্তন’

বিনোদন প্রতিবেদক

image

আনজাম মাসুদের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। বিটিভিতে আজ ‘পরিবর্ত’ এর ৩৬তম পর্ব প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৯টি পরিবেশনা দিয়ে। পরিবর্তনের এবারের পর্বে থাকছে ৩টি নতুন গান। দুটি গান পরিবর্তনের জন্যই তৈরি করা হয়েছে। সুজন আরিফের সুর ও সংগীত পরিচালনায়একটি গান গাইবেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল পরিশিলীত কন্ঠের সংগীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাস।

জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে একটি গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী এফএ সুমন এবং এ প্রজন্মের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী বন্যা তালুকদার। অটম নাল মুন এর কথা সুর ও সংগীতে আরও একটি গান গাইবেন সংগীতশিল্পী আয়শা মৌসুমী।

সিঁথি সাহার গাওয়া রোমান্টিক একটি গানের সাথে সোহাগ ড্যান্স ট্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী সিনথিয়া রহমান। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় সদ্য শেষ হয়ে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট।

হজমআলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাটকগুলোতে ফলমূলে বিষাক্ত ওষুধ মিশানো, ক্রিকেট জ্বর, ভুঁইফোঁড় নাট্য নির্মাতা, ইতিবাচক বিষয় নিয়ে নেতিবাচ্যাংশক মন্তব্য, কোরবানির পশু মোটাতাজাকরণ, নাটকে কান্নার আধিপত্য, দুর্নীতি দমন কমিশনের কেউ কেউ দুর্নীতিতে জড়ানো, পরনিন্দা পরচর্চা, ঘুষ দুর্নীতি ও বিদেশি অপসংস্কৃতি চর্চাপ্রাধান্য পেয়েছে।