‘সোনার কাঠি রুপার কাঠি’র সিজন ২

দুরন্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘সোনার কাঠি রুপার কাঠি (সিজন ২)’। জাদু দেখিয়ে জাদুকর রাজীব বসাক সবাইকে অবাক করে দেয় কিন্তু বিজ্ঞানী মনে করে বিজ্ঞান হলো পৃথিবীর সবচাইতে বড় বিস্ময়। দুজনের মধ্যে এমন অনেক মজার মজার খুঁনসুটি চলতেই থাকে সারাক্ষণ। এর সাথে প্রতিদিন যুক্ত হয় বিভিন্ন স্কুল থেকে আসা একঝাঁক শিশু। তাই জাদুকর প্রতিপর্বেই একটি করে জাদুর কৌশল শিখিয়ে দেয় সবাইকে। স্কুল থেকে আসা বন্ধুদের সাথে আড্ডা ও গল্পের মাধ্যমে বেশ মজার সময় কাটে বিজ্ঞানী ও জাদুকরের। গল্প ও আড্ডার মাধ্যমে জানা যায় যুগান্তকারী অনেক বিস্ময়কর আবিষ্কার ও আবিষ্কারক সম্পর্কে। মনিরুল হোসেন শিপনের পরিচালনায় ২৬ পর্বের অনুষ্ঠান ‘সোনার কাঠি রুপার কাঠি (সিজন ২)’ দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সকাল ১০:৩০ মিনিটে, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ও রাত ৯:৩০ মিনিটে।

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

‘সোনার কাঠি রুপার কাঠি’র সিজন ২

বিনোদন প্রতিবেদক

দুরন্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘সোনার কাঠি রুপার কাঠি (সিজন ২)’। জাদু দেখিয়ে জাদুকর রাজীব বসাক সবাইকে অবাক করে দেয় কিন্তু বিজ্ঞানী মনে করে বিজ্ঞান হলো পৃথিবীর সবচাইতে বড় বিস্ময়। দুজনের মধ্যে এমন অনেক মজার মজার খুঁনসুটি চলতেই থাকে সারাক্ষণ। এর সাথে প্রতিদিন যুক্ত হয় বিভিন্ন স্কুল থেকে আসা একঝাঁক শিশু। তাই জাদুকর প্রতিপর্বেই একটি করে জাদুর কৌশল শিখিয়ে দেয় সবাইকে। স্কুল থেকে আসা বন্ধুদের সাথে আড্ডা ও গল্পের মাধ্যমে বেশ মজার সময় কাটে বিজ্ঞানী ও জাদুকরের। গল্প ও আড্ডার মাধ্যমে জানা যায় যুগান্তকারী অনেক বিস্ময়কর আবিষ্কার ও আবিষ্কারক সম্পর্কে। মনিরুল হোসেন শিপনের পরিচালনায় ২৬ পর্বের অনুষ্ঠান ‘সোনার কাঠি রুপার কাঠি (সিজন ২)’ দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সকাল ১০:৩০ মিনিটে, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ও রাত ৯:৩০ মিনিটে।