ধারাবাহিক ‘ঘরে বাইরে’

প্রতি রবি ও সোমবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ অনেকে। নানারকম সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে যায় মানুষের জীবন। কখনো কখনো চেনা যায় না সত্যিকারের কাছের মানুষ। সকলেরই আকাক্সক্ষা একটি সুন্দর পারিবারিক ও সামাজিক জীবন। ঘরে-বাইরে বহুমুখী সমস্যার মধ্যেও মানুষ ভালোবাসে, নতুন স্বপ্নে জেগে ওঠে। খুঁজে বেড়ায় সুখের ঠিকানা। চারপাশে ছড়িয়ে থাকা এমন হাজারো মানুষ ও পরিবারের মতো একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘরে বাইরে’।

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

ধারাবাহিক ‘ঘরে বাইরে’

বিনোদন প্রতিবেদক

image

প্রতি রবি ও সোমবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ অনেকে। নানারকম সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে যায় মানুষের জীবন। কখনো কখনো চেনা যায় না সত্যিকারের কাছের মানুষ। সকলেরই আকাক্সক্ষা একটি সুন্দর পারিবারিক ও সামাজিক জীবন। ঘরে-বাইরে বহুমুখী সমস্যার মধ্যেও মানুষ ভালোবাসে, নতুন স্বপ্নে জেগে ওঠে। খুঁজে বেড়ায় সুখের ঠিকানা। চারপাশে ছড়িয়ে থাকা এমন হাজারো মানুষ ও পরিবারের মতো একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘরে বাইরে’।