পুনেতে ৯ শিক্ষার্থী নিহত

ভারতের পুনে শহরের নিকটস্থ পুনে-সোলারপুর সড়কে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৯ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে ছত্তিশগড়ের রাইগড় শহর থেকে পুনে শহরের দিকে আসছিল ওই ৯ কলেজ শিক্ষার্থী। পথিমধ্যে পুনে-সোলারপুর সড়কে এসে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৯ শিক্ষার্থী প্রাণ হারায়। নিহত শিক্ষার্থীরা সবাই পুনের যাবাত গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ‘এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ওই ৯ শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।’

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

গাড়ি-ট্রাক সংঘর্ষ

পুনেতে ৯ শিক্ষার্থী নিহত

সংবাদ ডেস্ক

ভারতের পুনে শহরের নিকটস্থ পুনে-সোলারপুর সড়কে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৯ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে ছত্তিশগড়ের রাইগড় শহর থেকে পুনে শহরের দিকে আসছিল ওই ৯ কলেজ শিক্ষার্থী। পথিমধ্যে পুনে-সোলারপুর সড়কে এসে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৯ শিক্ষার্থী প্রাণ হারায়। নিহত শিক্ষার্থীরা সবাই পুনের যাবাত গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ‘এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ওই ৯ শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।’