এনটিভিতে ধারাবাহিক আবুলের ব্রেইনওয়াশ

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আবুলের ব্রেইনওয়াশ’। আজ প্রচার হবে নাটকটির তৃতীয় পর্ব। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশারফ করিম, সুমাইয়া শিমু, জেনী, আ খ ম হাসান, জামিল হোসেন, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, জুঁই করিম, নূরে আলম নয়ন, আহসানুল হক মিনু প্রমূখ। ‘এই পৃথিবীর সবাই কমবেশি ব্রেইনওয়াশ হয়। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। যারা বেশি বোঝে, তারা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত থাকে। আবুলও তেমনি একজন মানুষ যে এতোদিন মানুষের দ্বারা ব্রেইনওয়াশ হয়ে আসছিলো। কিন্তু আবুল এবার ব্রেইনওয়াশ হয়না বরং ব্রেইনওয়াশ করে। তবে এর পেছনে লুকিয়ে আছে আরেকটি ভিন্ন গল্প।’

সোমবার, ২২ জুলাই ২০১৯ , ৭ শ্রাবন ১৪২৫, ১৮ জিলকদ ১৪৪০

এনটিভিতে ধারাবাহিক আবুলের ব্রেইনওয়াশ

বিনোদন প্রতিবেদক

image

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আবুলের ব্রেইনওয়াশ’। আজ প্রচার হবে নাটকটির তৃতীয় পর্ব। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশারফ করিম, সুমাইয়া শিমু, জেনী, আ খ ম হাসান, জামিল হোসেন, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, জুঁই করিম, নূরে আলম নয়ন, আহসানুল হক মিনু প্রমূখ। ‘এই পৃথিবীর সবাই কমবেশি ব্রেইনওয়াশ হয়। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। যারা বেশি বোঝে, তারা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত থাকে। আবুলও তেমনি একজন মানুষ যে এতোদিন মানুষের দ্বারা ব্রেইনওয়াশ হয়ে আসছিলো। কিন্তু আবুল এবার ব্রেইনওয়াশ হয়না বরং ব্রেইনওয়াশ করে। তবে এর পেছনে লুকিয়ে আছে আরেকটি ভিন্ন গল্প।’