আসিফ আকবরের নতুন গান ‘আমার বিশ্বাস’

আসিফ আকবরের নতুন গান ‘আমার বিশ্বাস’-এর মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গত দু’দিন গাজীপুরের কালিয়াকৈরে একটানা শুটিং করেছেন মিউজিক ভিডিওটির। নতুন গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন,‘কালিয়াকৈর এর দারুণ একটি শুটিং স্পটে কাজ শেষ করে ফিরলাম ‘আমার বিশ্বাস’ গানের ভিডিওর। গানটির আরেকটি আকর্ষণ হলো মিউজিক ভিডিওতে আমাদের প্রিয় নিমা রহমান আপা অভিনয় করেছেন। সবমিলিয়ে গান অনুযায়ী গল্প, লোকেশন নির্মাণ নিয়ে এক কথায় আমি অভিভূত হয়েছি’। আমরা অনেক বড় শুটিং ইউনিট নিয়ে কাজ করেছি। গানটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এ কারণে এই গানটির মিউজিক ভিডিওতে ভিন্নভাবে আমাকে পাবেন ভক্তরা।’ আসিফ আকবর তার ফেসবুক পেজে লিখেছেন মুন্না ভাই ভার্সন-২ আসছে। কাজের এমন আবেগ জড়ানো ও ভালোবাসাময় আসিফের ফেসবুক স্ট্যাটাসে আসিফ ভক্তরা বেশ উৎসাহবোধ করছেন নতুন এ গানটি নিয়ে। আসলে কি এমন গল্প থাকছে এই গানে। তা দেখতে হলে গানটি রিলিজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গানটির মিউজিক ভিডিওসহ অচিরেই মুক্তি দেয়া হবে জানান আসিফ। উল্লেখ্য, ফেরারী ফরহাদের ভিডিও পরিচালনায় ইথুন বাবুর কথায় গানটির সুর সঙ্গীত করেছেন কিশোর। ডিওপি হিসেবে কাজ করেছেন লিটন হাওলাদার।

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ শ্রাবন ১৪২৫, ২০ জিলকদ ১৪৪০

আসিফ আকবরের নতুন গান ‘আমার বিশ্বাস’

বিনোদন প্রতিবেদক

image

আসিফ আকবরের নতুন গান ‘আমার বিশ্বাস’-এর মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গত দু’দিন গাজীপুরের কালিয়াকৈরে একটানা শুটিং করেছেন মিউজিক ভিডিওটির। নতুন গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন,‘কালিয়াকৈর এর দারুণ একটি শুটিং স্পটে কাজ শেষ করে ফিরলাম ‘আমার বিশ্বাস’ গানের ভিডিওর। গানটির আরেকটি আকর্ষণ হলো মিউজিক ভিডিওতে আমাদের প্রিয় নিমা রহমান আপা অভিনয় করেছেন। সবমিলিয়ে গান অনুযায়ী গল্প, লোকেশন নির্মাণ নিয়ে এক কথায় আমি অভিভূত হয়েছি’। আমরা অনেক বড় শুটিং ইউনিট নিয়ে কাজ করেছি। গানটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এ কারণে এই গানটির মিউজিক ভিডিওতে ভিন্নভাবে আমাকে পাবেন ভক্তরা।’ আসিফ আকবর তার ফেসবুক পেজে লিখেছেন মুন্না ভাই ভার্সন-২ আসছে। কাজের এমন আবেগ জড়ানো ও ভালোবাসাময় আসিফের ফেসবুক স্ট্যাটাসে আসিফ ভক্তরা বেশ উৎসাহবোধ করছেন নতুন এ গানটি নিয়ে। আসলে কি এমন গল্প থাকছে এই গানে। তা দেখতে হলে গানটি রিলিজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গানটির মিউজিক ভিডিওসহ অচিরেই মুক্তি দেয়া হবে জানান আসিফ। উল্লেখ্য, ফেরারী ফরহাদের ভিডিও পরিচালনায় ইথুন বাবুর কথায় গানটির সুর সঙ্গীত করেছেন কিশোর। ডিওপি হিসেবে কাজ করেছেন লিটন হাওলাদার।