৪১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ১৮তম দিনে গতকাল আরও চারজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

সাক্ষ্যদানকারীরা হলেন, মামলার অন্যতম আসামি উম্মে সুলতানা পপির চাচি মোসাম্মৎ রাবেয়া আক্তার, সোনাগাজীর লক্ষ্মীপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, স্থানীয় দোকানদার মো. ফজলুল করিম ও স্থানীয় ইউপি সদস্য মো. জাফর ইকবাল। এ নিয়ে গতকাল পর্যন্ত ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে বাদীসহ ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, আলোচিত নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ১৮তম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এদিন সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন খোন্দকার, উপাধ্যক্ষ রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, স্থানীয় হাফেজ মোবারক হোসেন, মো. ইব্রাহিম, মো. নুর উদ্দিন ও আকরাম হোসেনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ শ্রাবন ১৪২৫, ২০ জিলকদ ১৪৪০

নুসরাত হত্যা

৪১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন

প্রতিনিধি, ফেনী

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ১৮তম দিনে গতকাল আরও চারজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

সাক্ষ্যদানকারীরা হলেন, মামলার অন্যতম আসামি উম্মে সুলতানা পপির চাচি মোসাম্মৎ রাবেয়া আক্তার, সোনাগাজীর লক্ষ্মীপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, স্থানীয় দোকানদার মো. ফজলুল করিম ও স্থানীয় ইউপি সদস্য মো. জাফর ইকবাল। এ নিয়ে গতকাল পর্যন্ত ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে বাদীসহ ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, আলোচিত নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ১৮তম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এদিন সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন খোন্দকার, উপাধ্যক্ষ রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, স্থানীয় হাফেজ মোবারক হোসেন, মো. ইব্রাহিম, মো. নুর উদ্দিন ও আকরাম হোসেনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।