দুই নাটকের জুটি মিলন ও ইরা

‘বাপের ব্যাটা ও ফটকাবাজ ফজলু’ শিরোনামের দুই নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও ইরা শিকদার। গাজীপুরের পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটক দুটির শুটিং শেষ হয়েছে। দুটি নাটকই নির্মাণ করছেন কাজী সাইফ আহম্মেদ। ফটকাবাজ ফজলু নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক এবং বাপের ব্যাটা নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। দুটি নাটকই কোরবানির ঈদে দুটি বেরসকারি টেলিভিশন চ্যানলে প্রচার হবে জানান নির্মাতা। আনিসুর রহমান মিলন বলেন, ‘দুটি নাটকই ভিন্ন ভিন্ন গল্পে এগিয়েছে। খুব সুন্দরভাবে কাজ শেষ করেছি। দর্শকরা দুটি নাটকই গ্রহণ করবেন-এটাই আশা করছি’। ইরা শিকদার বলেন, ‘মিলন ভাই অসাধারণ অভিনেতা। একসঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আন্তরিকতার সঙ্গে দুটি নাটকে বেশ আনন্দে কাজ করেছি। আমি আশাবাদী, অনএয়ার হলে দর্শকদের কাছে ভালো সাড়া পাব, সেই আশায় আছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের সার্থকতা হবে। নির্মাতা কাজী সাইফ আহমেদ বলেন, ‘দুটি নাটকই দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করেছি। গল্পেও ভিন্নতা আছে। আশা করছি, দর্শকরা বেশ উপভোগ করবেন জানি। মিলন ভাই, ইরাসহ অন্যান্য সব শিল্পীরাই দুটি নাটকে দারুণ অভিনয় করেছেন।’

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

দুই নাটকের জুটি মিলন ও ইরা

বিনোদন প্রতিবেদক |

image

‘বাপের ব্যাটা ও ফটকাবাজ ফজলু’ শিরোনামের দুই নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও ইরা শিকদার। গাজীপুরের পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটক দুটির শুটিং শেষ হয়েছে। দুটি নাটকই নির্মাণ করছেন কাজী সাইফ আহম্মেদ। ফটকাবাজ ফজলু নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক এবং বাপের ব্যাটা নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। দুটি নাটকই কোরবানির ঈদে দুটি বেরসকারি টেলিভিশন চ্যানলে প্রচার হবে জানান নির্মাতা। আনিসুর রহমান মিলন বলেন, ‘দুটি নাটকই ভিন্ন ভিন্ন গল্পে এগিয়েছে। খুব সুন্দরভাবে কাজ শেষ করেছি। দর্শকরা দুটি নাটকই গ্রহণ করবেন-এটাই আশা করছি’। ইরা শিকদার বলেন, ‘মিলন ভাই অসাধারণ অভিনেতা। একসঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আন্তরিকতার সঙ্গে দুটি নাটকে বেশ আনন্দে কাজ করেছি। আমি আশাবাদী, অনএয়ার হলে দর্শকদের কাছে ভালো সাড়া পাব, সেই আশায় আছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের সার্থকতা হবে। নির্মাতা কাজী সাইফ আহমেদ বলেন, ‘দুটি নাটকই দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করেছি। গল্পেও ভিন্নতা আছে। আশা করছি, দর্শকরা বেশ উপভোগ করবেন জানি। মিলন ভাই, ইরাসহ অন্যান্য সব শিল্পীরাই দুটি নাটকে দারুণ অভিনয় করেছেন।’