লুইপা’র কণ্ঠে ‘তুমি মোর জীবনের ভাবনা’

প্রয়াত নায়ক ‘সালমান শাহ’কে উৎসর্গ করে তারই অভিনীত সিনেমা শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার কনকচাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি নতুন করে গেয়েছেন এই প্রজন্মের জাফরিন লুইপা। রাজধানীর মগবাজারে ২৪ জুলাই রাতে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার অফিসে ‘অনুপম মিউজিক’ ইউটিউব চ্যানেলে লুইপা নিজে গানটি প্যানেলে বসে প্রকাশ করেন। ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটির ছোট্ট পরিসরের প্রকাশনা অনুষ্ঠানে অনুপমের কর্ণধার মো. আনোয়ার হোসেনসহ লুইপাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বেলাল খান, সাব্বির জামান, প্রতীক হাসান, অবন্তি সাহা, মীরাক্কেল খ্যাত আরমান, লুইপার স্বামী বিশিষ্ট যন্ত্রশিল্পী আলমগীর হোসেন, লুইপার মা তাহমিনা হক, নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন’সহ আরও অনেকে। ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। লুইপা বলেন, ‘শ্রদ্ধেয় বুলবুল স্যারের সৃষ্টির প্রতি অনেক আগে থেকেই আমার ভালোবাসা ছিলো। নিজের অজান্তেই ছোঁবেলা থেকে তার গানগুলো পছন্দেও তালিকায় ছিল। পরবর্তীতে যখন জানলাম গানগুলো স্যারের করা তখন স্যারের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। তখন থেকেই মূলত স্বপ্ন ছিল নিজের কণ্ঠে স্যারের সৃষ্ট সেই স্বপ্নের গানগুলো নিজের কণ্ঠে ধারণ করব। আমি আশীর্বাদ চাই সবার কাছে যেন বাংলা গানকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। অনুপমের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘অনুপম আমার দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের সাধনার প্রতিষ্ঠান। গানের জগতটা আমার অনেক ভালোবাসার। বর্তমানে কিছু কিছু গান রিমেক করার পরিকল্পনা গ্রহণ করেছি। গানটির সুর ঠিক রেখে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এদিকে আজ রাশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন লুইপা। আলমগীর জলিলের সার্বিক তত্ত্বাবধানে লুইপা আগামী ২৮ জুলাই রাশিয়াতে সঙ্গীত পরিবেশন করবেন। ফিরবেন আগামী ৯ আগস্ট।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

লুইপা’র কণ্ঠে ‘তুমি মোর জীবনের ভাবনা’

বিনোদন প্রতিবেদক |

image

প্রয়াত নায়ক ‘সালমান শাহ’কে উৎসর্গ করে তারই অভিনীত সিনেমা শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার কনকচাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি নতুন করে গেয়েছেন এই প্রজন্মের জাফরিন লুইপা। রাজধানীর মগবাজারে ২৪ জুলাই রাতে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার অফিসে ‘অনুপম মিউজিক’ ইউটিউব চ্যানেলে লুইপা নিজে গানটি প্যানেলে বসে প্রকাশ করেন। ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটির ছোট্ট পরিসরের প্রকাশনা অনুষ্ঠানে অনুপমের কর্ণধার মো. আনোয়ার হোসেনসহ লুইপাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বেলাল খান, সাব্বির জামান, প্রতীক হাসান, অবন্তি সাহা, মীরাক্কেল খ্যাত আরমান, লুইপার স্বামী বিশিষ্ট যন্ত্রশিল্পী আলমগীর হোসেন, লুইপার মা তাহমিনা হক, নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন’সহ আরও অনেকে। ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। লুইপা বলেন, ‘শ্রদ্ধেয় বুলবুল স্যারের সৃষ্টির প্রতি অনেক আগে থেকেই আমার ভালোবাসা ছিলো। নিজের অজান্তেই ছোঁবেলা থেকে তার গানগুলো পছন্দেও তালিকায় ছিল। পরবর্তীতে যখন জানলাম গানগুলো স্যারের করা তখন স্যারের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। তখন থেকেই মূলত স্বপ্ন ছিল নিজের কণ্ঠে স্যারের সৃষ্ট সেই স্বপ্নের গানগুলো নিজের কণ্ঠে ধারণ করব। আমি আশীর্বাদ চাই সবার কাছে যেন বাংলা গানকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। অনুপমের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘অনুপম আমার দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের সাধনার প্রতিষ্ঠান। গানের জগতটা আমার অনেক ভালোবাসার। বর্তমানে কিছু কিছু গান রিমেক করার পরিকল্পনা গ্রহণ করেছি। গানটির সুর ঠিক রেখে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এদিকে আজ রাশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন লুইপা। আলমগীর জলিলের সার্বিক তত্ত্বাবধানে লুইপা আগামী ২৮ জুলাই রাশিয়াতে সঙ্গীত পরিবেশন করবেন। ফিরবেন আগামী ৯ আগস্ট।