ডেঙ্গু : রাজধানীতে ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪৭ জন

ঢাকার বাইরে ১১ জন, চিকিৎসার জন্য চালু হচ্ছে ওয়ানস্টপ সেন্টার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫৪৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১১ জন। সব মিলিয়ে ভর্তি হয়েছেন ৫৫৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৭ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১১২ জন, মিটফোর্ড হাসপাতালে ৬৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩২ জন, বারডেম হাসপাতালে ১০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন ও পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৭ জন রোগী। এদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৯ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া খিলগাঁও খিদমা হাসপাতালে ১১ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৩ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে রাজধানীসহ সারাদেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় ওয়ান-স্টপ সেন্টার চালু হচ্ছে। এ সেন্টার থেকে ডেঙ্গু রোগীদের প্রাথমিক সেবা প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও জটিল রোগীদের হাসপাতালে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ হাসপাতালগুলোতে ওয়ান-স্টপ সেন্টার চালুর বিষয়ে নিশ্চিত করে বলেন, ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই একই স্থান থেকে প্রয়োজনীয় সেবা দিতে ওয়ান-স্টপ সেন্টার চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এ সেন্টার চালু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সম্প্রতি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোন কোন হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বেড পাওয়া যাচ্ছে না। গত ৩-৪ দিন ধরে ক্রমাগত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে ওয়ান স্টপ সেন্টার চালুর মাধ্যমে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করার আদৌ প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সেন্টার চালু হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুজ্বরের চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতর থেকে বিশেষজ্ঞদের পরামর্শের পরও অনেক ক্ষেত্রে চিকিৎসক তা অনুসরণ না করে ভর্তির যোগ্য নয়Ñ এমন অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করছেন। সরকারি-বেসরকারি উভয় হাসপাতালেই এমন কিছু ডেঙ্গুজ্বরের রোগী ভর্তি হয়েছে যাদেরকে সঠিকভাবে কাউন্সিলের মাধ্যমে শুধু ওষুধ লিখে দিয়ে বাড়িতেই পাঠাতে পারতেন। কিন্তু চিকিৎসকরা নিজেরাও মানসিক চাপের কারণে রোগীকে বাসায় পাঠিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না। স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসা সঠিকভাবে গাইডলাইন অনুসরণ করলেই ঝুঁকি বহুলাংশে কমে যাবে।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ২৫৬। তাদের মধ্যে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি ২ হাজার ৬৫। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৯৯ জন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন।

image

রাজধানীর হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা-সংবাদ

আরও খবর
সাক্ষী প্রধান আসামি তদন্ত নিয়ে অভিযোগ
শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে
বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর মিশন লঙ্কা-বাংলার
সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু
বন্যায় দেড় হাজার স্কুল-কলেজ মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে
অ্যাডিস মশা নিধনে ৪ দিন সময় দিলেন হাইকোর্ট
অপারেশন থিয়েটার থেকে এসএসসি পাস ডাক্তার গ্রেফতার
ছেলেধরা গুজব ছড়ানো সেই নারী আটক
৫১ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন
ছেলেধরা সন্দেহে নারীসহ ৫ জন গণপিটুনির শিকার
ডেঙ্গু নির্ণয়ে পরীক্ষায় অতিরিক্ত ফি নিচ্ছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট
চোর সন্দেহে গার্মেন্ট কর্মীকে পিটিয়ে হত্যা

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

ডেঙ্গু : রাজধানীতে ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪৭ জন

ঢাকার বাইরে ১১ জন, চিকিৎসার জন্য চালু হচ্ছে ওয়ানস্টপ সেন্টার

নিজস্ব বার্তা পরিবেশক |

image

রাজধানীর হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা-সংবাদ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫৪৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১১ জন। সব মিলিয়ে ভর্তি হয়েছেন ৫৫৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৭ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১১২ জন, মিটফোর্ড হাসপাতালে ৬৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩২ জন, বারডেম হাসপাতালে ১০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন ও পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৭ জন রোগী। এদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৯ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া খিলগাঁও খিদমা হাসপাতালে ১১ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৩ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে রাজধানীসহ সারাদেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় ওয়ান-স্টপ সেন্টার চালু হচ্ছে। এ সেন্টার থেকে ডেঙ্গু রোগীদের প্রাথমিক সেবা প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও জটিল রোগীদের হাসপাতালে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ হাসপাতালগুলোতে ওয়ান-স্টপ সেন্টার চালুর বিষয়ে নিশ্চিত করে বলেন, ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই একই স্থান থেকে প্রয়োজনীয় সেবা দিতে ওয়ান-স্টপ সেন্টার চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এ সেন্টার চালু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সম্প্রতি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোন কোন হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বেড পাওয়া যাচ্ছে না। গত ৩-৪ দিন ধরে ক্রমাগত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে ওয়ান স্টপ সেন্টার চালুর মাধ্যমে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করার আদৌ প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সেন্টার চালু হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুজ্বরের চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতর থেকে বিশেষজ্ঞদের পরামর্শের পরও অনেক ক্ষেত্রে চিকিৎসক তা অনুসরণ না করে ভর্তির যোগ্য নয়Ñ এমন অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করছেন। সরকারি-বেসরকারি উভয় হাসপাতালেই এমন কিছু ডেঙ্গুজ্বরের রোগী ভর্তি হয়েছে যাদেরকে সঠিকভাবে কাউন্সিলের মাধ্যমে শুধু ওষুধ লিখে দিয়ে বাড়িতেই পাঠাতে পারতেন। কিন্তু চিকিৎসকরা নিজেরাও মানসিক চাপের কারণে রোগীকে বাসায় পাঠিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না। স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসা সঠিকভাবে গাইডলাইন অনুসরণ করলেই ঝুঁকি বহুলাংশে কমে যাবে।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ২৫৬। তাদের মধ্যে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি ২ হাজার ৬৫। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৯৯ জন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন।