৫১ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় গতকাল পর্যন্ত বাদীসহ ৫১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক সেলিমুর রেজা ও মো. আবুল কাশেম, এমদাদ হোসেন পিংকেল এবং স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহানের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়েছে। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি হাফেজ আহাম্মদ বলেন, বৃহস্পতিবার আদালতে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ চারজন সাক্ষ্য দিয়েছেন। রোববার আরও সাতজন মোশারেফ হোসেন, মো. গোলাম মাওলা, মনির হোসেন, ফেনীর জেল সুপার রফিকুল কাদের, কারারক্ষী মো. শাহনেওয়াজ, মো. রিপন ও ছবি রঞ্জন ত্রিপুরা আদালতে সাক্ষ্য দেবেন।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

৫১ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন

প্রতিনিধি, ফেনী

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় গতকাল পর্যন্ত বাদীসহ ৫১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক সেলিমুর রেজা ও মো. আবুল কাশেম, এমদাদ হোসেন পিংকেল এবং স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহানের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়েছে। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি হাফেজ আহাম্মদ বলেন, বৃহস্পতিবার আদালতে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ চারজন সাক্ষ্য দিয়েছেন। রোববার আরও সাতজন মোশারেফ হোসেন, মো. গোলাম মাওলা, মনির হোসেন, ফেনীর জেল সুপার রফিকুল কাদের, কারারক্ষী মো. শাহনেওয়াজ, মো. রিপন ও ছবি রঞ্জন ত্রিপুরা আদালতে সাক্ষ্য দেবেন।