ছেলেধরা সন্দেহে নারীসহ ৫ জন গণপিটুনির শিকার

সৈয়দপুর উপজেলায় ছেলেধরা গুজবে জনমনে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত দুদিনে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক নারীসহ পাঁচ ব্যক্তি। গণপিটুনির শিকার ৫ জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শহরতলীসহ উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর, কাশিরাম বেলপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় গোটা উপজেলায় ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, উল্লেখিত এলাকায় অচেনা এক নারীসহ ৫ ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। এ সময় ছেলেধরা সন্দেহে উত্তেজিত জনতার হাতে ৫ জন গণপিটুনি শিকার হয়। এদের মধ্যে শহরের বানিয়াপাড়া থেকে সহিদুল ইসলাম (৫০), বোতলাগাড়ী ইউপির সোনাখুলী বকপাড়া থেকে দোলাল হোসেন (৪০), কামারপুকুর ইউপির দলুয়া থেকে মরিয়ম বেগম (৩৫), কাশিরাম বেলপুকুর ইউপির খিয়ারজুম্মা থেকে খাদেমুল ইসলাম (৫৫) ও বাঙ্গালীপুর ইউপির চৌমুহনী বাজার থেকে রহমতুল্লাহকে (৫২) আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। গণপিটুনির শিকার ব্যক্তিদের বাড়ি নীলফামারী, দিনাজপুর ও বরিশাল জেলায়। তারা সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।

জানতে চাইলে, সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা এক নারীসহ ৫ ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেধরা সন্দেহে আটক ৫ ব্যক্তিই মানসিক প্রতিবন্ধী ও হাবাগোবা প্রকৃতির লোক। পরে সোপর্দ ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সৈয়দপুরে আজগুবি গুজব ছড়িয়ে পড়ায় গত রোববার থানার পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। তিনি গুজবে কান না দিতে এবং গুজব ছড়ানো থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাকে গণপিটুনি না দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

সৈয়দপুরে

ছেলেধরা সন্দেহে নারীসহ ৫ জন গণপিটুনির শিকার

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর উপজেলায় ছেলেধরা গুজবে জনমনে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত দুদিনে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক নারীসহ পাঁচ ব্যক্তি। গণপিটুনির শিকার ৫ জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শহরতলীসহ উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর, কাশিরাম বেলপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় গোটা উপজেলায় ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, উল্লেখিত এলাকায় অচেনা এক নারীসহ ৫ ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। এ সময় ছেলেধরা সন্দেহে উত্তেজিত জনতার হাতে ৫ জন গণপিটুনি শিকার হয়। এদের মধ্যে শহরের বানিয়াপাড়া থেকে সহিদুল ইসলাম (৫০), বোতলাগাড়ী ইউপির সোনাখুলী বকপাড়া থেকে দোলাল হোসেন (৪০), কামারপুকুর ইউপির দলুয়া থেকে মরিয়ম বেগম (৩৫), কাশিরাম বেলপুকুর ইউপির খিয়ারজুম্মা থেকে খাদেমুল ইসলাম (৫৫) ও বাঙ্গালীপুর ইউপির চৌমুহনী বাজার থেকে রহমতুল্লাহকে (৫২) আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। গণপিটুনির শিকার ব্যক্তিদের বাড়ি নীলফামারী, দিনাজপুর ও বরিশাল জেলায়। তারা সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।

জানতে চাইলে, সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা এক নারীসহ ৫ ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেধরা সন্দেহে আটক ৫ ব্যক্তিই মানসিক প্রতিবন্ধী ও হাবাগোবা প্রকৃতির লোক। পরে সোপর্দ ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সৈয়দপুরে আজগুবি গুজব ছড়িয়ে পড়ায় গত রোববার থানার পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। তিনি গুজবে কান না দিতে এবং গুজব ছড়ানো থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাকে গণপিটুনি না দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন।