আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানায়। উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি ৪৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) পড়ার আগে ৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছুড়ল।

সামরিক মহড়ার পরিকল্পনায় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৩৪ মিনিটের দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং ৫টা ৫৭ মিনিটে দ্বিতীয়টি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওয়ানসানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন কি না, তা পরিষ্কারভাবে জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তেজনা হ্রাস করার জন্য এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের জলসীমার ভেতরে পড়েনি এবং তাৎক্ষণিকভাবে তাদের জাতীয় নিরাপত্তার ওপর কোন প্রভাবও ফেলেনি। গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা আদৌ শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

image

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে

আরও খবর
ব্রেক্সিটপন্থিদের নিয়েই মন্ত্রিসভা গঠন করলেন বরিস
মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানের অংশগ্রহণ জরুরি
সৌদিতে অস্ত্র বিক্রি বন্ধে কংগ্রেসের প্রস্তাবে ভেটো ট্রাম্পের
চলতি বছর ১৬ প্যালেস্টাইনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল
ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা
পৃথিবীকে বাঁচাতে সময় আছে মাত্র ১৮ মাস!
এবার রাশিয়ার শরণাপন্ন গুইদো!
কাবুলে বিস্ফোরণ : ১৫ জন নিহত

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

সংবাদ ডেস্ক |

image

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে

উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানায়। উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি ৪৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) পড়ার আগে ৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছুড়ল।

সামরিক মহড়ার পরিকল্পনায় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৩৪ মিনিটের দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং ৫টা ৫৭ মিনিটে দ্বিতীয়টি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওয়ানসানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন কি না, তা পরিষ্কারভাবে জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তেজনা হ্রাস করার জন্য এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের জলসীমার ভেতরে পড়েনি এবং তাৎক্ষণিকভাবে তাদের জাতীয় নিরাপত্তার ওপর কোন প্রভাবও ফেলেনি। গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা আদৌ শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।