চলতি বছর ১৬ প্যালেস্টাইনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

চলতি বছর এখন পর্যন্ত অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ১৬ প্যালেন্টাইনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবার ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে ১২ শিশু গাজার আর চারজন পশ্চিমতীরের। তাদের অভিযোগ, শিশুদের ওপর তাজা গুলি নিক্ষেপ করেছে ইসরায়েলি দখলদারি বাহিনী। হত্যা কিংবা স্থায়ী পঙ্গু করে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের ধরপাকড় নতুন নয়। ধরপাকড়ে ও নিপীড়নের এ তালিকায় বাদ নেই নারী ও শিশুরাও। প্যালেস্টাইনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার প্যালেস্টাইনি শিশুকে আটক করেছে ইসরায়েল। আটক শিশুদের ৯৮ শতাংশই বন্দী অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। প্রথমে গুলি করে আহত করার পর শত শত প্যালেস্টইনি শিশুকে আটক করে ইসরায়েলি বাহিনী। রামাল্লাভিত্তিক কারাবন্দী বিষয়ক ফিলিস্তিন কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন প্রায় পাঁচ হাজার ৭০০ প্যালেস্টইনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ শিশু রয়েছে। এক প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি দখলদারি বাহিনী ফিলিস্তিনি শিশুদের প্রতি হত্যা ও নিপীড়ন অব্যাহত রেখেছে। এজন্য তাদের কোনও জবাবদিহি করতে হয় না বরং ইসরায়েলি সরকার তাদের সমর্থন দেয়। আন্তর্জাতিক শিশু সুরক্ষা আন্দোলনের অংশ ওই সংগঠনটি পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানায়। শিশুদের ওপর ইসরায়েলের সহিংসতার ব্যাপারটি জাতিসংঘ তাদের বার্ষিক প্রতিবেদনে যেন অন্তর্ভুক্ত করে সেই আহ্বানও জানায় সংস্থাটি।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

চলতি বছর ১৬ প্যালেস্টাইনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

সংবাদ ডেস্ক |

চলতি বছর এখন পর্যন্ত অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ১৬ প্যালেন্টাইনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবার ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে ১২ শিশু গাজার আর চারজন পশ্চিমতীরের। তাদের অভিযোগ, শিশুদের ওপর তাজা গুলি নিক্ষেপ করেছে ইসরায়েলি দখলদারি বাহিনী। হত্যা কিংবা স্থায়ী পঙ্গু করে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের ধরপাকড় নতুন নয়। ধরপাকড়ে ও নিপীড়নের এ তালিকায় বাদ নেই নারী ও শিশুরাও। প্যালেস্টাইনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার প্যালেস্টাইনি শিশুকে আটক করেছে ইসরায়েল। আটক শিশুদের ৯৮ শতাংশই বন্দী অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। প্রথমে গুলি করে আহত করার পর শত শত প্যালেস্টইনি শিশুকে আটক করে ইসরায়েলি বাহিনী। রামাল্লাভিত্তিক কারাবন্দী বিষয়ক ফিলিস্তিন কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন প্রায় পাঁচ হাজার ৭০০ প্যালেস্টইনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ শিশু রয়েছে। এক প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি দখলদারি বাহিনী ফিলিস্তিনি শিশুদের প্রতি হত্যা ও নিপীড়ন অব্যাহত রেখেছে। এজন্য তাদের কোনও জবাবদিহি করতে হয় না বরং ইসরায়েলি সরকার তাদের সমর্থন দেয়। আন্তর্জাতিক শিশু সুরক্ষা আন্দোলনের অংশ ওই সংগঠনটি পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানায়। শিশুদের ওপর ইসরায়েলের সহিংসতার ব্যাপারটি জাতিসংঘ তাদের বার্ষিক প্রতিবেদনে যেন অন্তর্ভুক্ত করে সেই আহ্বানও জানায় সংস্থাটি।