আটলান্টায় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের প্রস্তুতি সমাপ্তপ্রায়

আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সমাপ্ত। এই অনুষ্ঠান উপলক্ষে একটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। অংশগ্রহণকারীদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও হোটেল বুক করার জন্য অনুরোধ করা হয়েছে।

অনাবাসী বাঙালি লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা থেকেই সম্প্রতি গঠিত হয়েছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্য ও প্রদেশের বাঙালি লেখক ও সাহিত্যিামোদীদের নিয়ে গঠিত পরিষদ এই সমাবেশের উদ্যোক্তা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী লেখক, সাহিত্যিক, সাহিত্যামোদী সবার মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ সৃষ্টি এবং পরস্পরের চিন্তাচেতনা-চর্চার আদান প্রদানই এই সমাবেশের লক্ষ্য। আটলান্টার সুপরিচিত সেবা লাইব্রেরি এগিয়ে এসেছে সমাবেশের স্থানীয় আয়োজক সাহিত্যপাঠ, আলোচনা, সাহিত্যসংক্রান্ত কর্মশালা, সাহিত্যবিষয়ক সেমিনার, সাহিত্য আড্ডা এমনি নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাহিত্যিকদের পারস্পরিক যোগাযোগকে সমৃদ্ধ করার লক্ষ্যে পরিকল্পিত হচ্ছে অনুষ্ঠানসূচি। সমাবেশের মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতি রেখে অনুষ্ঠানসূচিতে থাকছে পারস্পরিক জানাশোনা, পরস্পরের কাজের সঙ্গে পরিচিতিলাভ, অন্য ভাষায় বিশেষ করে ইংরেজিতে বাংলা সাহিত্যের অনুবাদ-প্রসঙ্গ ও তার অগ্রগতি, প্রবাসে সাহিত্যচর্চার অসুবিধা-সুবিধা অনুধাবন, অনাবাসী বাঙালিদের রচিত সাহিত্যের নিরপেক্ষ মূল্যায়ন এই রকম নানা বিষয়। এই সমাবেশ উপলক্ষে অনাবাসী লেখকদের রচনা নিয়ে একটি সাহিত্য সংকলন প্রকাশিত হচ্ছে। আনুষ্ঠানিক এবং ঘরোয়া আলাপ-আলোচনা-আড্ডা ছাড়াও সন্ধ্যায় সীমিত সাংস্কৃতিক কর্মকা-ের আয়োজন থাকবে সমাবেশে।

এই সমাবেশ প্রচলিত বাঙালি অনুষ্ঠান বা উৎসব, মেলা, বইমেলা, পথমেলা, রাজনৈতিক সভা, বিচিত্রানুষ্ঠান থেকে একেবারে আলাদা। বিশুদ্ধ বাংলা সাহিত্য নিয়ে অনুষ্ঠান করা, এবং মূলত যারা বাংলা ভাষাভাষী ভূখ-ের বাইরে আছেন তাদের বাংলা সাহিত্যচর্চার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হওয়া সমাবেশের প্রধান লক্ষ্য। তবে অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত ও এই সমাবেশ বাংলা সাহিত্যের সব অনুরাগীর জন্য উন্মুক্ত। সমাবেশটি সফল করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

সমাবেশের আহবায়ক : ড. জ্যোতিপ্রকাশ দত্ত, (ফোন : ৩০৩-৪৮৪-৮৮৫৫; ৮৪৫-২৮২-০৩৯৫); সার্বিক সমন্বয়ক : ডাঃ. শাহাব আহমেদ (ফোন: ৩৫২-৫৯৮-২৪৭৯) ওয়েবসাইট: যঃঃঢ়ং://িি.িহধনষং.ড়ৎম ফেসবুক : উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। প্রেস বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

আটলান্টায় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের প্রস্তুতি সমাপ্তপ্রায়

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

image

আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সমাপ্ত। এই অনুষ্ঠান উপলক্ষে একটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। অংশগ্রহণকারীদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও হোটেল বুক করার জন্য অনুরোধ করা হয়েছে।

অনাবাসী বাঙালি লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা থেকেই সম্প্রতি গঠিত হয়েছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্য ও প্রদেশের বাঙালি লেখক ও সাহিত্যিামোদীদের নিয়ে গঠিত পরিষদ এই সমাবেশের উদ্যোক্তা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী লেখক, সাহিত্যিক, সাহিত্যামোদী সবার মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ সৃষ্টি এবং পরস্পরের চিন্তাচেতনা-চর্চার আদান প্রদানই এই সমাবেশের লক্ষ্য। আটলান্টার সুপরিচিত সেবা লাইব্রেরি এগিয়ে এসেছে সমাবেশের স্থানীয় আয়োজক সাহিত্যপাঠ, আলোচনা, সাহিত্যসংক্রান্ত কর্মশালা, সাহিত্যবিষয়ক সেমিনার, সাহিত্য আড্ডা এমনি নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাহিত্যিকদের পারস্পরিক যোগাযোগকে সমৃদ্ধ করার লক্ষ্যে পরিকল্পিত হচ্ছে অনুষ্ঠানসূচি। সমাবেশের মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতি রেখে অনুষ্ঠানসূচিতে থাকছে পারস্পরিক জানাশোনা, পরস্পরের কাজের সঙ্গে পরিচিতিলাভ, অন্য ভাষায় বিশেষ করে ইংরেজিতে বাংলা সাহিত্যের অনুবাদ-প্রসঙ্গ ও তার অগ্রগতি, প্রবাসে সাহিত্যচর্চার অসুবিধা-সুবিধা অনুধাবন, অনাবাসী বাঙালিদের রচিত সাহিত্যের নিরপেক্ষ মূল্যায়ন এই রকম নানা বিষয়। এই সমাবেশ উপলক্ষে অনাবাসী লেখকদের রচনা নিয়ে একটি সাহিত্য সংকলন প্রকাশিত হচ্ছে। আনুষ্ঠানিক এবং ঘরোয়া আলাপ-আলোচনা-আড্ডা ছাড়াও সন্ধ্যায় সীমিত সাংস্কৃতিক কর্মকা-ের আয়োজন থাকবে সমাবেশে।

এই সমাবেশ প্রচলিত বাঙালি অনুষ্ঠান বা উৎসব, মেলা, বইমেলা, পথমেলা, রাজনৈতিক সভা, বিচিত্রানুষ্ঠান থেকে একেবারে আলাদা। বিশুদ্ধ বাংলা সাহিত্য নিয়ে অনুষ্ঠান করা, এবং মূলত যারা বাংলা ভাষাভাষী ভূখ-ের বাইরে আছেন তাদের বাংলা সাহিত্যচর্চার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হওয়া সমাবেশের প্রধান লক্ষ্য। তবে অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত ও এই সমাবেশ বাংলা সাহিত্যের সব অনুরাগীর জন্য উন্মুক্ত। সমাবেশটি সফল করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

সমাবেশের আহবায়ক : ড. জ্যোতিপ্রকাশ দত্ত, (ফোন : ৩০৩-৪৮৪-৮৮৫৫; ৮৪৫-২৮২-০৩৯৫); সার্বিক সমন্বয়ক : ডাঃ. শাহাব আহমেদ (ফোন: ৩৫২-৫৯৮-২৪৭৯) ওয়েবসাইট: যঃঃঢ়ং://িি.িহধনষং.ড়ৎম ফেসবুক : উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। প্রেস বিজ্ঞপ্তি।