অজয় বড়ুয়ার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান আজ

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান (সাপ্তাহিক ক্রিয়া) আজ রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধমন্দিরে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শোকসভা। সাড়ে ১১টায় হবে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান। এছাড়া বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে অজয় বড়ুয়াসহ সদ্য প্রয়াত সাংবাদিকদের স্মরণ অনুষ্ঠান হবে।

অজয় বড়ুয়ার ভাতিজিজামাতা দয়াল বড়ুয়া জানান, ধর্মরাজিক বৌদ্ধমন্দিরে অজয় বড়ুয়ার শেষকর্ম হয়েছিল। সেখানেই সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। অজয় বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সাপ্তাহিক ক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীনে পরলোকগমন করেন। দৈনিক সংবাদের হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দু’সপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২১ জুলাই দুপুরে বাংলাদেশে তার মরদেহ পৌঁছায়। দৈনিক সংবাদ, জাতীয় প্রেসক্লাব ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধমন্দিরে ধর্মীয় আচার শেষে রাজারবাগ মন্দিরে তার মরদেহ দাহ করা হয়।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

অজয় বড়ুয়ার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান (সাপ্তাহিক ক্রিয়া) আজ রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধমন্দিরে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শোকসভা। সাড়ে ১১টায় হবে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান। এছাড়া বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে অজয় বড়ুয়াসহ সদ্য প্রয়াত সাংবাদিকদের স্মরণ অনুষ্ঠান হবে।

অজয় বড়ুয়ার ভাতিজিজামাতা দয়াল বড়ুয়া জানান, ধর্মরাজিক বৌদ্ধমন্দিরে অজয় বড়ুয়ার শেষকর্ম হয়েছিল। সেখানেই সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। অজয় বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সাপ্তাহিক ক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীনে পরলোকগমন করেন। দৈনিক সংবাদের হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দু’সপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২১ জুলাই দুপুরে বাংলাদেশে তার মরদেহ পৌঁছায়। দৈনিক সংবাদ, জাতীয় প্রেসক্লাব ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধমন্দিরে ধর্মীয় আচার শেষে রাজারবাগ মন্দিরে তার মরদেহ দাহ করা হয়।