সাংবাদিক হত্যার হুমকির বিচার মিলছে না

অবস্থান কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি ও লাঞ্ছনার ঘটনার ৫ দিন পরেও বিচার মেলেনি। এমনকি দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। এদিকে বিশ^বিদ্যালয় থেকে অভিযুক্তদের তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে চিঠি দেয়া হলেও ছাত্রলীগ থেকে নেয়া হয়নি দৃশ্যমান কোন পদক্ষেপ।

কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা দ্বিতীয় দিনের মতো গতকালও সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদকর্মীরা বিশ^বিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর সাবিক, অর্র্থ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দফতর সম্পাদক শাহাদাত বিপ্লব প্রমুখ।

সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এর আগেও মারধর ও লাঞ্ছিত করা হয়েছে তার কোন বিচার আমরা পাইনি। ১৯ তারিখের ঘটনায় যত দিন পর্যন্ত অভিযুক্তদের সুষ্ঠু বিচারের আওতায় আনা না হবে, তত দিন আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা ক্যাম্পাসে সাংবাদিকদের জন্য এক সুষ্ঠু পরিবেশ চাই। কোন মাদকসেবী, সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে কুমিল্লা বিশ^বিদ্যালয়কে দেখতে চাই না।

এর আগে ২৪ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

এদিকে গত বুধবার সাংবাদিকদের হুমকির ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বলে জানা যায়।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগ যে সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব। বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ দোষীদের কোন দায়ভার নেবে না।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ কী পদক্ষেপ নেবে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দফতর সম্পাদক আহসান হাবিব বলেন, ‘ছাত্রলীগে দুষ্কৃতকারীদের কোন স্থান নেই। আজকের (বৃহস্পতিবার) মধ্যে দোষীদের বিরুদ্ধে সাংগঠিক ব্যবস্থা নেয়া হবে।’

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

কুবিতে

সাংবাদিক হত্যার হুমকির বিচার মিলছে না

অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি ও লাঞ্ছনার ঘটনার ৫ দিন পরেও বিচার মেলেনি। এমনকি দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। এদিকে বিশ^বিদ্যালয় থেকে অভিযুক্তদের তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে চিঠি দেয়া হলেও ছাত্রলীগ থেকে নেয়া হয়নি দৃশ্যমান কোন পদক্ষেপ।

কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা দ্বিতীয় দিনের মতো গতকালও সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদকর্মীরা বিশ^বিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর সাবিক, অর্র্থ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দফতর সম্পাদক শাহাদাত বিপ্লব প্রমুখ।

সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এর আগেও মারধর ও লাঞ্ছিত করা হয়েছে তার কোন বিচার আমরা পাইনি। ১৯ তারিখের ঘটনায় যত দিন পর্যন্ত অভিযুক্তদের সুষ্ঠু বিচারের আওতায় আনা না হবে, তত দিন আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা ক্যাম্পাসে সাংবাদিকদের জন্য এক সুষ্ঠু পরিবেশ চাই। কোন মাদকসেবী, সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে কুমিল্লা বিশ^বিদ্যালয়কে দেখতে চাই না।

এর আগে ২৪ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

এদিকে গত বুধবার সাংবাদিকদের হুমকির ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বলে জানা যায়।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগ যে সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব। বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ দোষীদের কোন দায়ভার নেবে না।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ কী পদক্ষেপ নেবে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দফতর সম্পাদক আহসান হাবিব বলেন, ‘ছাত্রলীগে দুষ্কৃতকারীদের কোন স্থান নেই। আজকের (বৃহস্পতিবার) মধ্যে দোষীদের বিরুদ্ধে সাংগঠিক ব্যবস্থা নেয়া হবে।’