মায়ানমার প্রতিনিধি দল কুতুপালংয়ে

প্রত্যাবাসন দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মায়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল। রোহিঙ্গাদের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন তারা। বেশিরভাগ রোহিঙ্গা নিজ দেশে ফিরতে রাজি আছেন। তবে তাদের নাগরিকত্ব দিতে হবে। রোহিঙ্গাদের বোঝানো হবে, রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দুপুর ১টার দিকে প্রত্যাবাসন ও সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মায়ানমারের প্রতিনিধি দল। ক্যাম্প পরিদর্শন শেষে সিআইসি অফিস কক্ষে আড়াইটার দিকে তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে করে রোহিঙ্গাদের একটি অংশ। এর পাশেই মায়ানমারের নাগরিত্ব দিয়ে প্রত্যাবাসনের দাবিতে বিক্ষোভ করছে রোহিঙ্গাদের আরেকটি অংশ। উখিয়ার কুতুপালং ক্যাম্পে বিক্ষোভ করেন রোহিঙ্গারা। তারা বলেন, আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। মায়ানমারের নাগরিক হিসেবে আমাদের ফিরিয়ে নিতে হবে। আমাদের মা-বোনদের যে নির্যাতন করা হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই। যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদেরও বিচার করতে হবে। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে মায়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল। তাদের সঙ্গে রয়েছে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

রবিবার, ২৮ জুলাই ২০১৯ , ১৩ শ্রাবন ১৪২৫, ২৪ জিলকদ ১৪৪০

মায়ানমার প্রতিনিধি দল কুতুপালংয়ে

প্রত্যাবাসন দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

image

মায়মানমার প্রতিনিধিদের সামনে প্রত্যাবাসন দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ -সংবাদ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মায়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল। রোহিঙ্গাদের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন তারা। বেশিরভাগ রোহিঙ্গা নিজ দেশে ফিরতে রাজি আছেন। তবে তাদের নাগরিকত্ব দিতে হবে। রোহিঙ্গাদের বোঝানো হবে, রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দুপুর ১টার দিকে প্রত্যাবাসন ও সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মায়ানমারের প্রতিনিধি দল। ক্যাম্প পরিদর্শন শেষে সিআইসি অফিস কক্ষে আড়াইটার দিকে তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে করে রোহিঙ্গাদের একটি অংশ। এর পাশেই মায়ানমারের নাগরিত্ব দিয়ে প্রত্যাবাসনের দাবিতে বিক্ষোভ করছে রোহিঙ্গাদের আরেকটি অংশ। উখিয়ার কুতুপালং ক্যাম্পে বিক্ষোভ করেন রোহিঙ্গারা। তারা বলেন, আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। মায়ানমারের নাগরিক হিসেবে আমাদের ফিরিয়ে নিতে হবে। আমাদের মা-বোনদের যে নির্যাতন করা হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই। যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদেরও বিচার করতে হবে। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে মায়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল। তাদের সঙ্গে রয়েছে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।