ধলেশ্বরীতে তিন কলেজছাত্র নিখোঁজ

সাভারে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে গোলস করতে নেমে গতকাল ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আরও এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ তিন শিক্ষার্থী হলো- রাজধানীর আগারগাঁওয়ের ষাটফুট এলাকার মেহেদী (১৭), তালতলা এলাকার বাসিন্দা রাজন (১৭) ও সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক কলোনি মহল্লার আকাশ (১৮)। স্থানীয়রা জানান, সকালে কলেজ ফাঁকি দিয়ে বেড়াতে আসে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ জন নদীতে গোসল করতে নামে। পরে নদীর প্রবল স্রোতের কবলে পড়লে ছয় জন সাঁতরিয়ে পাড়ে ওঠলেও পাঁচ জন নদীতে ভেসে যাচ্ছিল এ সময় স্থানীয়রা দুই কলেজছাত্রকে উদ্ধার করে। তাদের একজনকে চিকিৎসার জন্য সাভারের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে নামে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার লিটন আহমদ জানান, শিক্ষার্থীদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ইউনিট ও দুই ডুবুরি কাজ করছে।

রবিবার, ২৮ জুলাই ২০১৯ , ১৩ শ্রাবন ১৪২৫, ২৪ জিলকদ ১৪৪০

সাভারে

ধলেশ্বরীতে তিন কলেজছাত্র নিখোঁজ

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে গোলস করতে নেমে গতকাল ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আরও এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ তিন শিক্ষার্থী হলো- রাজধানীর আগারগাঁওয়ের ষাটফুট এলাকার মেহেদী (১৭), তালতলা এলাকার বাসিন্দা রাজন (১৭) ও সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক কলোনি মহল্লার আকাশ (১৮)। স্থানীয়রা জানান, সকালে কলেজ ফাঁকি দিয়ে বেড়াতে আসে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ জন নদীতে গোসল করতে নামে। পরে নদীর প্রবল স্রোতের কবলে পড়লে ছয় জন সাঁতরিয়ে পাড়ে ওঠলেও পাঁচ জন নদীতে ভেসে যাচ্ছিল এ সময় স্থানীয়রা দুই কলেজছাত্রকে উদ্ধার করে। তাদের একজনকে চিকিৎসার জন্য সাভারের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে নামে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার লিটন আহমদ জানান, শিক্ষার্থীদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ইউনিট ও দুই ডুবুরি কাজ করছে।