আজ ববিতার জন্মদিন

ববিতার একমাত্র ছেলে অনিক কানাডা থাকেন বিধায় বিগত বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা তার জন্মদিন কখনো ঢাকায় আবার কখনো কানাডাতেই উদ্যাপন করেন। তবে এবার ববিতা তার জন্মদিনের সময়টাতে ঢাকাতেই আছেন। কিন্তু এবারের জন্মদিনে ববিতা ঢাকায় থাকলেও তার ছোট বোন চম্পা, বড় বোন সুচন্দার মেয়ে এবং অন্যান্য আত্মীয়স্বজনও দেশের বাইরে থাকায় এবারের জন্মদিন নিয়ে ববিতার বিশেষ কোন পরিকল্পনা নেই। বিগত বেশ কয়েক বছর ধরে অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সংগঠন ‘ডিসট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল’র শুভেচ্ছা দূত হিসেবে ববিতা কাজ করছেন। জন্মদিনে অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের বিশেষ একটা সময় কাাঁলেও এবার তা থেকেও বিরত থাকছেন তিনি। কারণ গেল ঈদের পরপরই তিনি তার দুই বোন সুচন্দা ও চম্পাকে সঙ্গে নিয়ে সেইসব সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে বিশেষ ঈদ উদযাপন করেছেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে ববিতা বলেন, ‘একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি একটি নির্দিষ্ট

সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের যেমন জন্ম আছে, ঠিক তেমনি আছে মৃত্যু। একটি নির্ধারিত সময়েই মহান আল্লাহ আমাদের ভাগ্যে মৃত্যু রেখেছেন। তাই জন্মদিন আসা মানেই হলো আরো একধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই দিনটিকে ঘিরে অনেক বেশি আনন্দ ফুর্তি করার আসলে তেমন কিছু নেই। তারমানে আমি এটাও বলছি না যে সেলিব্রেট করা যাবে না। করা যাবে, তবে তা যেন সীমাবদ্ধতার মধ্যেই হয়।’

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

আজ ববিতার জন্মদিন

বিনোদন প্রতিবেদক

image

ববিতার একমাত্র ছেলে অনিক কানাডা থাকেন বিধায় বিগত বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা তার জন্মদিন কখনো ঢাকায় আবার কখনো কানাডাতেই উদ্যাপন করেন। তবে এবার ববিতা তার জন্মদিনের সময়টাতে ঢাকাতেই আছেন। কিন্তু এবারের জন্মদিনে ববিতা ঢাকায় থাকলেও তার ছোট বোন চম্পা, বড় বোন সুচন্দার মেয়ে এবং অন্যান্য আত্মীয়স্বজনও দেশের বাইরে থাকায় এবারের জন্মদিন নিয়ে ববিতার বিশেষ কোন পরিকল্পনা নেই। বিগত বেশ কয়েক বছর ধরে অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সংগঠন ‘ডিসট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল’র শুভেচ্ছা দূত হিসেবে ববিতা কাজ করছেন। জন্মদিনে অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের বিশেষ একটা সময় কাাঁলেও এবার তা থেকেও বিরত থাকছেন তিনি। কারণ গেল ঈদের পরপরই তিনি তার দুই বোন সুচন্দা ও চম্পাকে সঙ্গে নিয়ে সেইসব সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে বিশেষ ঈদ উদযাপন করেছেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে ববিতা বলেন, ‘একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি একটি নির্দিষ্ট

সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের যেমন জন্ম আছে, ঠিক তেমনি আছে মৃত্যু। একটি নির্ধারিত সময়েই মহান আল্লাহ আমাদের ভাগ্যে মৃত্যু রেখেছেন। তাই জন্মদিন আসা মানেই হলো আরো একধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই দিনটিকে ঘিরে অনেক বেশি আনন্দ ফুর্তি করার আসলে তেমন কিছু নেই। তারমানে আমি এটাও বলছি না যে সেলিব্রেট করা যাবে না। করা যাবে, তবে তা যেন সীমাবদ্ধতার মধ্যেই হয়।’