শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’

আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মধ্য দিয়ে শিশুদের বিকশিত করার মজার আয়োজন ‘সিসিমপুর’। তুমুল জনপ্রিয় শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। ছোটদের কাছে খব প্রিয় হালুম, ইকরি, টুকটুকি এবং শিকু। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর, শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। শিশুদের অন্যতম প্রিয় এ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন, সকাল ৮টা ৩০ মিনিটে, দুপুর ১২টা ৩০ মিনিটে ও বিকাল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে।

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’

বিনোদন প্রতিবেদক

image

আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মধ্য দিয়ে শিশুদের বিকশিত করার মজার আয়োজন ‘সিসিমপুর’। তুমুল জনপ্রিয় শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। ছোটদের কাছে খব প্রিয় হালুম, ইকরি, টুকটুকি এবং শিকু। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর, শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। শিশুদের অন্যতম প্রিয় এ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন, সকাল ৮টা ৩০ মিনিটে, দুপুর ১২টা ৩০ মিনিটে ও বিকাল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে।