অনাহারে ২০০ বল্গা হরিণ মারা গেছে

খাদ্যের অভাবে নরওয়েতে ২০০ বল্গা হরিণ মারা গেছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে দেশটির মেরু অঞ্চলের সোয়ালবার দীপপুঞ্জে। জলবায়ু পরিবর্তনের কারণেই এত হরিণের এক সঙ্গে মৃত্যু হয়েছে বলে দাবি করছেন গবেষকরা। নরওয়ের তুন্দ্রা অঞ্চলের বাস করা বল্গা হরিণ মারা যাওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরা -বিবিসি

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

অনাহারে ২০০ বল্গা হরিণ মারা গেছে

image

খাদ্যের অভাবে নরওয়েতে ২০০ বল্গা হরিণ মারা গেছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে দেশটির মেরু অঞ্চলের সোয়ালবার দীপপুঞ্জে। জলবায়ু পরিবর্তনের কারণেই এত হরিণের এক সঙ্গে মৃত্যু হয়েছে বলে দাবি করছেন গবেষকরা। নরওয়ের তুন্দ্রা অঞ্চলের বাস করা বল্গা হরিণ মারা যাওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরা -বিবিসি