হাসপাতালে বিমান হামলায় লিবিয়ায় ৫ চিকিৎসক নিহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় একটি হাসপাতালে চালানো বিমান হামলায় পাঁচ চিকিৎসক নিহত হয়েছেন। গত শনিবারের ওই বোমাবর্ষণে আরও সাতজন আহত হয়েছেন, এদের মধ্যে কয়েকজন উদ্ধারকারীও আছেন। দেশটির ত্রিপোলিভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লামিনে আল হাশেমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

‘ফিল্ড হাসপাতালটিতে সরাসরি আঘাত হানা হয়েছে। অনেকগুলো মেডিকেল টিম তখন সেখানে ছিল,’ বলেছেন হাশেম। এই নিয়ে তৃতীয়বারের মতো ত্রিপোলির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে হামলা চালানো হলো। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সমান্তরাল সরকারের সমর্থক লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অনুগত একটি যুদ্ধবিমান হামলাটি চালিয়েছে বলে হাশেম জানিয়েছেন।

এ অভিযোগ বা হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি এলএনএ।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতন ও তিনি নিহত হওয়ার পর থেকে লিবিয়াজুড়ে বিশৃঙ্খলা ও হানাহানি চলছে। প্রতিদ্বন্দ্বী কয়েকটি শক্তি দেশটির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। জাতিসংঘ সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ আল সেরাজের নেতৃত্বাধীন সরকার গত তিন বছর ধরে ত্রিপোলি ও এর আশপাশের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। কিন্তু হাফতারের এলএনএ এপ্রিল থেকে ত্রিপোলি দখলের অভিযানে নেমেছে। তারপর থেকে এ পর্যন্ত দুপক্ষের লড়াইয়ে ১১০০ লোক নিহত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

হাসপাতালে বিমান হামলায় লিবিয়ায় ৫ চিকিৎসক নিহত

সংবাদ ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় একটি হাসপাতালে চালানো বিমান হামলায় পাঁচ চিকিৎসক নিহত হয়েছেন। গত শনিবারের ওই বোমাবর্ষণে আরও সাতজন আহত হয়েছেন, এদের মধ্যে কয়েকজন উদ্ধারকারীও আছেন। দেশটির ত্রিপোলিভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লামিনে আল হাশেমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

‘ফিল্ড হাসপাতালটিতে সরাসরি আঘাত হানা হয়েছে। অনেকগুলো মেডিকেল টিম তখন সেখানে ছিল,’ বলেছেন হাশেম। এই নিয়ে তৃতীয়বারের মতো ত্রিপোলির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে হামলা চালানো হলো। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সমান্তরাল সরকারের সমর্থক লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অনুগত একটি যুদ্ধবিমান হামলাটি চালিয়েছে বলে হাশেম জানিয়েছেন।

এ অভিযোগ বা হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি এলএনএ।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতন ও তিনি নিহত হওয়ার পর থেকে লিবিয়াজুড়ে বিশৃঙ্খলা ও হানাহানি চলছে। প্রতিদ্বন্দ্বী কয়েকটি শক্তি দেশটির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। জাতিসংঘ সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ আল সেরাজের নেতৃত্বাধীন সরকার গত তিন বছর ধরে ত্রিপোলি ও এর আশপাশের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। কিন্তু হাফতারের এলএনএ এপ্রিল থেকে ত্রিপোলি দখলের অভিযানে নেমেছে। তারপর থেকে এ পর্যন্ত দুপক্ষের লড়াইয়ে ১১০০ লোক নিহত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।