রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কুমিল্লা ফেরিতে গত বৃহস্পতিবার রাতে মুমূর্ষু রোগী স্কুলছাত্র তিতাস ঘোসের মৃত্যুর অভিযাগের ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি তদন্তকাজে নৌরুট পরিদর্শন করেছে। এছাড়া এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক পাটোয়ারীকে প্রধান করে ৪ সদস্যর তদন্ত কমি?টি গঠন করেছে জেলা প্রশাসক। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে গঠিত হয়েছে আরও একটি কমিটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জেলার শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডলের জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে অ্যাম্বুলেন্সযাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনার অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার ৩টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি তদন্তকাজে নৌরুট পরিদর্শন করেছে। এই তদন্ত কমিটির অপর সদস্য সংস্থাটির ডিজিএম (মেরিন) মো. ফজলুল হক। এছাড়া মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক পাটোয়ারীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমি?টি গঠন ক?রে?ছে জেলা প্রশাসক। অপর সদস্যরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, এএসপি সার্কেল আবির হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) একেএম শাজাহান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব শাহনেওয়াজ দিলরুবা খান ও উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে দিয়ে ২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিসির তদন্ত কমিটি পরিদর্শনকালে কুমিল্লা ফেরির মাস্টার ইনচার্জ, কাঁঠালবাড়ী ঘাটের বিআইডব্লিউটিসির কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা ঘাট এলাকা পরিদর্শন করেন। কমিটিগুলোকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে দুই সদস্য এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে ঘাটের কর্মকর্তাদের অবহেলা বা গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

ভিআইপির অপেক্ষায় ফেরি

রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কুমিল্লা ফেরিতে গত বৃহস্পতিবার রাতে মুমূর্ষু রোগী স্কুলছাত্র তিতাস ঘোসের মৃত্যুর অভিযাগের ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি তদন্তকাজে নৌরুট পরিদর্শন করেছে। এছাড়া এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক পাটোয়ারীকে প্রধান করে ৪ সদস্যর তদন্ত কমি?টি গঠন করেছে জেলা প্রশাসক। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে গঠিত হয়েছে আরও একটি কমিটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জেলার শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডলের জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে অ্যাম্বুলেন্সযাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনার অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার ৩টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি তদন্তকাজে নৌরুট পরিদর্শন করেছে। এই তদন্ত কমিটির অপর সদস্য সংস্থাটির ডিজিএম (মেরিন) মো. ফজলুল হক। এছাড়া মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক পাটোয়ারীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমি?টি গঠন ক?রে?ছে জেলা প্রশাসক। অপর সদস্যরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, এএসপি সার্কেল আবির হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) একেএম শাজাহান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব শাহনেওয়াজ দিলরুবা খান ও উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে দিয়ে ২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিসির তদন্ত কমিটি পরিদর্শনকালে কুমিল্লা ফেরির মাস্টার ইনচার্জ, কাঁঠালবাড়ী ঘাটের বিআইডব্লিউটিসির কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা ঘাট এলাকা পরিদর্শন করেন। কমিটিগুলোকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে দুই সদস্য এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে ঘাটের কর্মকর্তাদের অবহেলা বা গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।