আজ মিন্নির জামিন শুনানি

আজ চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামিতে পরিণত হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির জামিন শুনানির দিন। তার পক্ষে এলাকা ছাড়াও বিভিন্ন স্থান থেকে ৩০ জনের মতো আইনজীবী অংশ নেবেন বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম।

জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম সংবাদকে বলেন, আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানির জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এ কাজে সহযোগিতার জন্য প্রায় ৩০ আইনজীবী তার সঙ্গে থাকবেন। তারা হলেন বরগুনায় বাংলাদেশ মহিলা পরিষদ নিয়োজিত অ্যাডভোকেট কমল কান্তি দাস, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, আইন সালিশ কেন্দ্রের আইন বিষয়ক কার্যক্রমের সমন্বয়ক অ্যাডভোকেট নিনা গোশ্বামী, অ্যাডভোকেট আ. রশিদসহ ৪ জনের দল, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট নারগিস পারভীন সুমা ও সাইফুর রহমান সোহাগসহ অন্যান্য, ব্লাস্টের পক্ষে আইন বিষয়ক সমন্বয়ক অ্যাডভোকেট শাহিদা তালুকদার, অ্যাডভোকেট এজেডএম শহিদুজ্জামান খানসহ ৪ জন। তাছাড়া ঢাকা জেলা জজ আদালতের প্রখ্যাত আইনজীবী ফারুক আহাম্মেদের নেতৃত্বে ১০ আইনজীবীর একটি দলও বরগুনা আসছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট আসলাম। সকাল ১০টায় বরগুনা জেলা জজ আদালতে মিন্নির আবেদনের শুনানি হবে। তারা আশা করেন, সংশ্লিষ্ট আদালত মিন্নির প্রতি সহানুভূতি শীল হয়ে জামিন আবেদন মঞ্জুর করবেন।

এদিকে এ মামলায় মিন্নির জামিনের বিরোধিতা করবেন বরগুনার পিপি অ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট মজিবুলহক কিসলুসহ অন্যরা। তারাও জামিনের বিপক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে আদালতে যাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

রিফাত হত্যা

আজ মিন্নির জামিন শুনানি

প্রতিনিধি, বরগুনা

আজ চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামিতে পরিণত হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির জামিন শুনানির দিন। তার পক্ষে এলাকা ছাড়াও বিভিন্ন স্থান থেকে ৩০ জনের মতো আইনজীবী অংশ নেবেন বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম।

জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম সংবাদকে বলেন, আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানির জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এ কাজে সহযোগিতার জন্য প্রায় ৩০ আইনজীবী তার সঙ্গে থাকবেন। তারা হলেন বরগুনায় বাংলাদেশ মহিলা পরিষদ নিয়োজিত অ্যাডভোকেট কমল কান্তি দাস, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, আইন সালিশ কেন্দ্রের আইন বিষয়ক কার্যক্রমের সমন্বয়ক অ্যাডভোকেট নিনা গোশ্বামী, অ্যাডভোকেট আ. রশিদসহ ৪ জনের দল, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট নারগিস পারভীন সুমা ও সাইফুর রহমান সোহাগসহ অন্যান্য, ব্লাস্টের পক্ষে আইন বিষয়ক সমন্বয়ক অ্যাডভোকেট শাহিদা তালুকদার, অ্যাডভোকেট এজেডএম শহিদুজ্জামান খানসহ ৪ জন। তাছাড়া ঢাকা জেলা জজ আদালতের প্রখ্যাত আইনজীবী ফারুক আহাম্মেদের নেতৃত্বে ১০ আইনজীবীর একটি দলও বরগুনা আসছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট আসলাম। সকাল ১০টায় বরগুনা জেলা জজ আদালতে মিন্নির আবেদনের শুনানি হবে। তারা আশা করেন, সংশ্লিষ্ট আদালত মিন্নির প্রতি সহানুভূতি শীল হয়ে জামিন আবেদন মঞ্জুর করবেন।

এদিকে এ মামলায় মিন্নির জামিনের বিরোধিতা করবেন বরগুনার পিপি অ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট মজিবুলহক কিসলুসহ অন্যরা। তারাও জামিনের বিপক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে আদালতে যাবেন বলে জানা গেছে।