সমরজিতের জন্মদিনে ‘ও যে আমায় মন্দ বলে না’

আগামীকাল সমরজিতের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ তার গাওয়া ‘ও যে আমায় মন্দ বলে না’ গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটির কথা লিখেছেন জি কে দত্ত এবং সুর সঙ্গীত করেছেন সমরজিৎ নিজেই। সমরজিৎ রায় বলেন, ‘গান হচ্ছে আমার কাছে প্রার্থনা। গান আমার নেশা, গানই আমার পেশা, গান নিয়েই আমার স্বপ্ন, গানই আমার সবকিছু। আজীবন সুরে গাইতে চাই এবং আগেরকার দিনের শিল্পীদের মতো কিছু চিরস্থায়ী গান উপহার দিয়ে যেতে চাই। আমার নতুন গান ও যে আমার মন্দ বলেনা ঠিক তেমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা আমার নতুন এ গানে মুগ্ধ হবেন। সঙ্গীতে আমার আজকের দিন পর্যন্ত উঠে আসার নেপথ্যে আমার বাবা নেপাল চন্দ্র রায়, আমার রত্না রায় এবং আমার সকল গানের গুরুর অবদান আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। তাদের নিরলস শ্রমের কারণেই আমার আজকের সমরজিৎ হয়ে উঠা।’

শিল্পী সমরজিৎ রায় দীর্ঘ ১২ বছর উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে। এই পর্যন্ত হিন্দী ও বাংলা মিলিয়ে মোট ৮টি এলবাম এবং বেশ কিছু একক গান প্রকাশিত হয়েছে তার। প্রথম বাংলা দ্বৈত এলবাম ‘অচেনা একটা দিন’ প্রকাশিত হয় ২০০৯ সালে ভজন সম্রাট অনুপ জলোটার সঙ্গে।

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

সমরজিতের জন্মদিনে ‘ও যে আমায় মন্দ বলে না’

বিনোদন প্রতিবেদক

image

আগামীকাল সমরজিতের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ তার গাওয়া ‘ও যে আমায় মন্দ বলে না’ গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটির কথা লিখেছেন জি কে দত্ত এবং সুর সঙ্গীত করেছেন সমরজিৎ নিজেই। সমরজিৎ রায় বলেন, ‘গান হচ্ছে আমার কাছে প্রার্থনা। গান আমার নেশা, গানই আমার পেশা, গান নিয়েই আমার স্বপ্ন, গানই আমার সবকিছু। আজীবন সুরে গাইতে চাই এবং আগেরকার দিনের শিল্পীদের মতো কিছু চিরস্থায়ী গান উপহার দিয়ে যেতে চাই। আমার নতুন গান ও যে আমার মন্দ বলেনা ঠিক তেমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা আমার নতুন এ গানে মুগ্ধ হবেন। সঙ্গীতে আমার আজকের দিন পর্যন্ত উঠে আসার নেপথ্যে আমার বাবা নেপাল চন্দ্র রায়, আমার রত্না রায় এবং আমার সকল গানের গুরুর অবদান আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। তাদের নিরলস শ্রমের কারণেই আমার আজকের সমরজিৎ হয়ে উঠা।’

শিল্পী সমরজিৎ রায় দীর্ঘ ১২ বছর উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে। এই পর্যন্ত হিন্দী ও বাংলা মিলিয়ে মোট ৮টি এলবাম এবং বেশ কিছু একক গান প্রকাশিত হয়েছে তার। প্রথম বাংলা দ্বৈত এলবাম ‘অচেনা একটা দিন’ প্রকাশিত হয় ২০০৯ সালে ভজন সম্রাট অনুপ জলোটার সঙ্গে।