মুক্তিযুদ্ধের স্বপ্ন বামপন্থিরাই বাস্তবায়ন করবে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশের ১ শতাংশ লুটেরা ধনিকদের স্বার্থ রক্ষা করছে। এর আগে বিএনপি সরকারও তাই করেছে। ৯৯ শতাংশ মানুষের উপর দশকের পর দশক ধরে শোষণ, বঞ্চনা চেপে বসেছে। দেশ আজ ১ শতাংশ বনাম ৯৯ শতাংশ এই দুইভাগে ভাগ হয়ে আছে। ফলে সমাজে বিপজ্জনক পচনের সৃষ্টি হয়েছে। লুটেরা ধণিকশ্রেণীর শাসনের আওয়ামী অথবা বিএনপি মার্কা সংস্করণ ক্ষমতায় থাকলে এই পচন অব্যাহতই থাকবে। দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এই অবস্থা চলতে দেয়া যায় না। এই বিপর্যয় রোধ করতে দেশে আজ ৯৯ শতাংশের স্বার্থে কমিউনিস্ট ও বাম গণতান্ত্রিক ব্যক্তির সরকার প্রতিষ্ঠা অপরিহার্য উঠেছে। এরূপ একটি বামপন্থি সরকারের পক্ষেই কেবল মুক্তিযুদ্ধের ভিশন বা স¦প্ন বাস্তবায়ন করা সম্ভব। এ কাজে বিলম্ব ঘটলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

গতকাল বিকেলে যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে সিপিবি যশোর জেলা আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতাকালে সেলিম আরও বলেন- জনগণের ভালোমন্দ সম্পর্কে সরকারের উদাসীনতা এবং তাদের অস্তিত্ব বিপন্ন করে হলেও লুটেরা কোটিপতিদের সম্পদের পাহাড় গড়ে তোলার পথ করে দেয়ার কার্যকলাপ ক্ষমার অযোগ্য। সরকার ‘৭৫’ পরবর্তী অন্য সরকারগুলোর মতোই সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় ও মদদ দেয়া, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারহরণ, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদের পদলেহন করে চলেছে। এ সরকারকে সমাজতন্ত্রসহ মুক্তিযুদ্ধের ৪ নীতির সরকার বলে আখ্যায়িত করা যায় না।

সিপিবি সভাপতি সেলিম বলেন, সমাজতন্ত্রের পথ পরিত্যাগ করে বাজার অর্থনীতি অনুসরণ দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধবিরোধী। গত চার দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রতিটি সরকার সংবিধান লংঘনের এই অপরাধে অপরাধী। মুক্তিযুদ্ধের মূলনীতি পদদলিত করার অর্থ হলো মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আদালতে এইজন্য তাদের বিচার করা যেতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসের। বক্তৃতা করেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা প্রফেসর আফসার আলী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, বাসদের জেলা সমন্বয়ক শাহজাহান আলী, বাসদ মার্কসবাদী নেতা হাসিনুর রহমান, সিপিবি নেতা ইলাহ দাদ খান ও অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

সেলিম ক্ষমতাসীনদের কর্তৃক ডেঙ্গু মহামারীকে গুজব বলে উড়িয়ে দেয়া, বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ কাজে অবহেলা, কৃষককে পানির দামে বোরো ধান বিক্রি করতে বাধ্য করা, আশঙ্কাজনক ভাবে শিশুসহ নারী ধর্ষণ হত্যার ঘটনা রোধে ব্যর্থতা,অপরাধ - নৈরাজ্য বিভৎসতার মাত্রা বিপজ্জনক হয়ে ওঠা,শাসক দলকে অপরাধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত করা ইত্যাদির জন্য সরকারকে অভিযুক্ত করে বলেন, এ সরকারের ক্ষমতায় থাকাটা দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

আরও খবর
যবিপ্রবি ভিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল
কামরান টি. রহমান এমপ্লয়ার ফেডারেশনের সভাপতি পুনর্নির্বাচিত
ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও সড়কে শিক্ষার্থীদের মৃত্যু রোধে পরিপত্র জারি
বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়নে আগ্রহী ভারত
পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার আহ্বান কাদেরের
অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় বিক্ষোভ
ছাত্রের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট
ডেঙ্গু টেস্ট রিপোর্ট দিতে হিমশিমে সোহরাওয়ার্দী
সাড়ে তিন বছর পর কিলার সুবজ গ্রেফতার
গুজববিরোধী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
দলীয় আয় বাড়ছে বিএনপির
ডেঙ্গু : মিনিস্টার মনিটরিং সেল গঠন
আধিপত্য নিয়ে সংঘর্ষ নিহত ২, আহত ৩০
সন্তানের জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর গায়ে আগুন
বাংলাদেশ এখন উদ্বৃত্ত খাদ্যের দেশ : কৃষিমন্ত্রী
ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
ছেলে হত্যার বিচার চেয়ে হুমকির মুখে মা

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

যশোরে সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম

মুক্তিযুদ্ধের স্বপ্ন বামপন্থিরাই বাস্তবায়ন করবে

যশোর অফিস

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশের ১ শতাংশ লুটেরা ধনিকদের স্বার্থ রক্ষা করছে। এর আগে বিএনপি সরকারও তাই করেছে। ৯৯ শতাংশ মানুষের উপর দশকের পর দশক ধরে শোষণ, বঞ্চনা চেপে বসেছে। দেশ আজ ১ শতাংশ বনাম ৯৯ শতাংশ এই দুইভাগে ভাগ হয়ে আছে। ফলে সমাজে বিপজ্জনক পচনের সৃষ্টি হয়েছে। লুটেরা ধণিকশ্রেণীর শাসনের আওয়ামী অথবা বিএনপি মার্কা সংস্করণ ক্ষমতায় থাকলে এই পচন অব্যাহতই থাকবে। দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এই অবস্থা চলতে দেয়া যায় না। এই বিপর্যয় রোধ করতে দেশে আজ ৯৯ শতাংশের স্বার্থে কমিউনিস্ট ও বাম গণতান্ত্রিক ব্যক্তির সরকার প্রতিষ্ঠা অপরিহার্য উঠেছে। এরূপ একটি বামপন্থি সরকারের পক্ষেই কেবল মুক্তিযুদ্ধের ভিশন বা স¦প্ন বাস্তবায়ন করা সম্ভব। এ কাজে বিলম্ব ঘটলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

গতকাল বিকেলে যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে সিপিবি যশোর জেলা আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতাকালে সেলিম আরও বলেন- জনগণের ভালোমন্দ সম্পর্কে সরকারের উদাসীনতা এবং তাদের অস্তিত্ব বিপন্ন করে হলেও লুটেরা কোটিপতিদের সম্পদের পাহাড় গড়ে তোলার পথ করে দেয়ার কার্যকলাপ ক্ষমার অযোগ্য। সরকার ‘৭৫’ পরবর্তী অন্য সরকারগুলোর মতোই সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় ও মদদ দেয়া, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারহরণ, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদের পদলেহন করে চলেছে। এ সরকারকে সমাজতন্ত্রসহ মুক্তিযুদ্ধের ৪ নীতির সরকার বলে আখ্যায়িত করা যায় না।

সিপিবি সভাপতি সেলিম বলেন, সমাজতন্ত্রের পথ পরিত্যাগ করে বাজার অর্থনীতি অনুসরণ দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধবিরোধী। গত চার দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রতিটি সরকার সংবিধান লংঘনের এই অপরাধে অপরাধী। মুক্তিযুদ্ধের মূলনীতি পদদলিত করার অর্থ হলো মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আদালতে এইজন্য তাদের বিচার করা যেতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসের। বক্তৃতা করেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা প্রফেসর আফসার আলী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, বাসদের জেলা সমন্বয়ক শাহজাহান আলী, বাসদ মার্কসবাদী নেতা হাসিনুর রহমান, সিপিবি নেতা ইলাহ দাদ খান ও অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

সেলিম ক্ষমতাসীনদের কর্তৃক ডেঙ্গু মহামারীকে গুজব বলে উড়িয়ে দেয়া, বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ কাজে অবহেলা, কৃষককে পানির দামে বোরো ধান বিক্রি করতে বাধ্য করা, আশঙ্কাজনক ভাবে শিশুসহ নারী ধর্ষণ হত্যার ঘটনা রোধে ব্যর্থতা,অপরাধ - নৈরাজ্য বিভৎসতার মাত্রা বিপজ্জনক হয়ে ওঠা,শাসক দলকে অপরাধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত করা ইত্যাদির জন্য সরকারকে অভিযুক্ত করে বলেন, এ সরকারের ক্ষমতায় থাকাটা দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।