সৈয়দপুরে সদস্য সংগ্রহের নামে টাকা আদায় : আটক ১

নীলফামারীর সৈয়দপুরে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সংগ্রহের নামে অর্থ আদায়ের প্রতারণা মামলায় সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত খুরশীদ আলম (৫৫) সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক। গতকাল বুধবার দুপুরে মুন্সিপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ২৮ নভেম্বর শহরের হাতীখানা বানিয়াপাড়া এলাকা থেকে সংগঠনের সক্রিয় কর্মী মোছা. খোদেজা বেগমকে (৪৭) সদস্য সংগ্রহের নামে টাকা আদায়ের সময় হাতেনাতে আটক করে সৈয়দপুর থানা পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। স্থাপন করা হয় শহরের মুন্সিপাড়া এলাকায় সংগঠনের নিজম্বও কার্যালয়। এ সংগঠনের সদস্য সংগ্রহ করার নামে প্রতিজনের কাছ থেকে তারা নগদ ২-৩ হাজার করে টাকা আদায় করতে থাকে। আর পরিষদের সদস্য হতে পারলে প্রত্যেকেই মুক্তিযোদ্ধাদের মতো প্রতিমাসে ১০-১৫ হাজার টাকা সরকারি ভাতা, সরকারের দেয়া ৯ লাখ টাকার বাড়ি, ছেলেমেয়েদের সরকারি চাকরিতে কোটা, জাতীয় দিবসে সম্মাননাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে প্রলোভন দেখানো হয়। সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত খুরশীদকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ , ১২ পৌষ ১৪২৬, ২৮ রবিউস সানি ১৪৪১

সহযোগী মুক্তিযোদ্ধা পরি.

সৈয়দপুরে সদস্য সংগ্রহের নামে টাকা আদায় : আটক ১

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সংগ্রহের নামে অর্থ আদায়ের প্রতারণা মামলায় সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত খুরশীদ আলম (৫৫) সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক। গতকাল বুধবার দুপুরে মুন্সিপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ২৮ নভেম্বর শহরের হাতীখানা বানিয়াপাড়া এলাকা থেকে সংগঠনের সক্রিয় কর্মী মোছা. খোদেজা বেগমকে (৪৭) সদস্য সংগ্রহের নামে টাকা আদায়ের সময় হাতেনাতে আটক করে সৈয়দপুর থানা পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। স্থাপন করা হয় শহরের মুন্সিপাড়া এলাকায় সংগঠনের নিজম্বও কার্যালয়। এ সংগঠনের সদস্য সংগ্রহ করার নামে প্রতিজনের কাছ থেকে তারা নগদ ২-৩ হাজার করে টাকা আদায় করতে থাকে। আর পরিষদের সদস্য হতে পারলে প্রত্যেকেই মুক্তিযোদ্ধাদের মতো প্রতিমাসে ১০-১৫ হাজার টাকা সরকারি ভাতা, সরকারের দেয়া ৯ লাখ টাকার বাড়ি, ছেলেমেয়েদের সরকারি চাকরিতে কোটা, জাতীয় দিবসে সম্মাননাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে প্রলোভন দেখানো হয়। সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত খুরশীদকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।