পোরশায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে ইব্রাহীম (২৬) নামের এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ইব্রাহীম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা।গত বুধবার ভোরে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর) নং পিলারের নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় ৬০ বিএসএফ সদস্যরা তার ডান পায়ে গুলি করে। জানা গেছে, ইব্রাহীম মঙ্গলবার দিবাগত রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভারতের ৬০ বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে ধরতে না পেরে ডান পায়ে গুলি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় সে নিতপুর এলাকায় প্রবেশ করে। সকালে ১৬ বিজিবির টহলরত সদস্যরা ইব্রাহীমকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান জানান, আমরা ইব্রাহীমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ , ১২ পৌষ ১৪২৬, ২৮ রবিউস সানি ১৪৪১

পোরশায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে ইব্রাহীম (২৬) নামের এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ইব্রাহীম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা।গত বুধবার ভোরে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর) নং পিলারের নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় ৬০ বিএসএফ সদস্যরা তার ডান পায়ে গুলি করে। জানা গেছে, ইব্রাহীম মঙ্গলবার দিবাগত রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভারতের ৬০ বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে ধরতে না পেরে ডান পায়ে গুলি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় সে নিতপুর এলাকায় প্রবেশ করে। সকালে ১৬ বিজিবির টহলরত সদস্যরা ইব্রাহীমকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান জানান, আমরা ইব্রাহীমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।