দুই জেলায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর থেকে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে চসিকের উদ্যোগে নগরীর ষোলশহরস্থ ২নং রেলগেইট হতে অক্সিজেন মোড় পর্যন্ত বায়েজিদ বোস্তামী রোডের উভয় পাশের গড়ে উঠা প্রায় দুই শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রাজশাহী

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত অনুমোদিত চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। তিন দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হবে। রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন- রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এবং রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা।

অভিযানের শুরুতেই রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বরে অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ও সামনের সীমানা প্রাচীর এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এরপর উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দল বিমানবন্দর সড়ক অভিমুখে অগ্রসর হয়। এছাড়া নওদাপাড়া আম চত্বর থেকে অর্ধশতাধিক ঘর-বাড়ি ও দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে থাকা রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা জানান, মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন কামারুজ্জামান চত্বর থেকে অভিযান শুরুর কথা ছিল। তবে শেষ পর্যন্ত আম চত্বর থেকে অভিযান শুরু করা হয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, একনেক অনুমোদিত এই সড়ক চার লেনে উন্নীতকরণের পর বর্তমানের ৩০ ফুট প্রশস্ত এই রাস্তা ৮০ ফুটে উন্নীত করা হবে। রাস্তার দুই পাশে ডিভাইডারসহ ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হবে।

চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর ষোলশহরস্থ ২নং রেলগেইট হতে অক্সিজেন মোড় পর্যন্ত বায়েজিদ বোস্তামী রোডের উভয় পাশের অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাতের ওপর দোকানের অংশ বর্ধিত করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে টেকনিক্যাল মোড়ের রনি এন্টারপ্রাইজকে দশ হাজার, নিউ মিউচুয়াল হার্ডওয়্যার স্টোরকে পাঁচ হাজার টাকা, বায়েজিদ মাজার গেইটের ক্যাফে বায়েজিদকে দশ হাজার টাকা, হোটেল জামানকে দশ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তুপ করার দায়ে মোহাম্মদ আলিমকে পাঁচ হাজার টাকা, মোহাম্মদ ওসমানকে দুই হাজার টাকাসহ সর্বমোট ৪৭,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, বায়েজিদ বোস্তামী থানা, খুলশী থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটলিয়ানের সদস্যরা উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

আরও খবর
মাধবদীতে ফসলি জমিতে ইটভাটা
তিন জেলায় মরদেহ উদ্ধার
থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজার সরগরম
অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ড্রেসিং
পাথরঘাটায় নিরীহদের জমি দখল করছে প্রভাবশালীরা
সুবর্ণচরের চরবাটা ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার
টঙ্গীতে চাকরি পেল ৬৮ প্রতিবন্ধী-দুস্থ
হিলি সীমান্তে দু’দেশের ব্যবসায়ীদের বৈঠক
সাতক্ষীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন রিমান্ডে
দুই জেএমবি সদস্য আটক
পিরোজপুরে ভারতীয় কাপড়সহ গ্রেফতার ৪
হালুখালী নদীতে সেতু নির্মাণের খবরে উল্লাস
‘স্কুলে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে’
চাঁপাইয়ে পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ
ব্রাহ্মণবাড়িয়ায় আমন সংগ্রহের লটারি
গাজীপুরে এবিটির ২ সদস্য আটক
ত্রিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঠাকুরগাঁওয়ের শীতার্তরা পাচ্ছে না সরকারি শীতবস্ত্র
সৈয়দপুরে মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়ম
রাজিবপুর-রৌমারী সীমান্তে বন্যহাতির তাণ্ডব
খুলনার হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ , ১৩ পৌষ ১৪২৬, ৩০ রবিউস সানি ১৪৪১

দুই জেলায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সংবাদ ন্যাশনাল ডেস্ক

রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর থেকে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে চসিকের উদ্যোগে নগরীর ষোলশহরস্থ ২নং রেলগেইট হতে অক্সিজেন মোড় পর্যন্ত বায়েজিদ বোস্তামী রোডের উভয় পাশের গড়ে উঠা প্রায় দুই শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রাজশাহী

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত অনুমোদিত চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। তিন দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হবে। রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন- রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এবং রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা।

অভিযানের শুরুতেই রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বরে অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ও সামনের সীমানা প্রাচীর এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এরপর উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দল বিমানবন্দর সড়ক অভিমুখে অগ্রসর হয়। এছাড়া নওদাপাড়া আম চত্বর থেকে অর্ধশতাধিক ঘর-বাড়ি ও দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে থাকা রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা জানান, মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন কামারুজ্জামান চত্বর থেকে অভিযান শুরুর কথা ছিল। তবে শেষ পর্যন্ত আম চত্বর থেকে অভিযান শুরু করা হয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, একনেক অনুমোদিত এই সড়ক চার লেনে উন্নীতকরণের পর বর্তমানের ৩০ ফুট প্রশস্ত এই রাস্তা ৮০ ফুটে উন্নীত করা হবে। রাস্তার দুই পাশে ডিভাইডারসহ ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হবে।

চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর ষোলশহরস্থ ২নং রেলগেইট হতে অক্সিজেন মোড় পর্যন্ত বায়েজিদ বোস্তামী রোডের উভয় পাশের অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাতের ওপর দোকানের অংশ বর্ধিত করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে টেকনিক্যাল মোড়ের রনি এন্টারপ্রাইজকে দশ হাজার, নিউ মিউচুয়াল হার্ডওয়্যার স্টোরকে পাঁচ হাজার টাকা, বায়েজিদ মাজার গেইটের ক্যাফে বায়েজিদকে দশ হাজার টাকা, হোটেল জামানকে দশ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তুপ করার দায়ে মোহাম্মদ আলিমকে পাঁচ হাজার টাকা, মোহাম্মদ ওসমানকে দুই হাজার টাকাসহ সর্বমোট ৪৭,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, বায়েজিদ বোস্তামী থানা, খুলশী থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটলিয়ানের সদস্যরা উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।