শ্রীপুরে ২০ ঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল (আজ) কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্র জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পড়ে যাওয়া বসতঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা ভাড়ায় থেকে চাকরি করতেন স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায়।

স্থানীয়রা জানান, গত শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৫ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর জিলাল উদ্দিন দুলালের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতবাড়িতে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে। তবে দমকলকর্মীরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। বসতঘরগুলোতে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থেকে কাজ করতেন। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তিনি আগুন লাগার সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপণ করা যায়নি।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

শ্রীপুরে ২০ ঘর পুড়ে ছাই

প্রতিনিধি, শ্রীপুর(গাজীপুর)॥

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল (আজ) কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্র জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পড়ে যাওয়া বসতঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা ভাড়ায় থেকে চাকরি করতেন স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায়।

স্থানীয়রা জানান, গত শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৫ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর জিলাল উদ্দিন দুলালের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতবাড়িতে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে। তবে দমকলকর্মীরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। বসতঘরগুলোতে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থেকে কাজ করতেন। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তিনি আগুন লাগার সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপণ করা যায়নি।