আগুন পোহাতে গিয়ে ছাত্রীর মৃত্যু

গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে তারাগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলার গ্রামগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। তাপমাত্রা নেমে আসার পাশাপাশি প্রচণ্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়ছে এলাকার স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-যাত্রা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া যুক্ত হয়ে জনজীবন নাকাল হয়ে পড়েছে। গত ১৫ দিন সূর্যের মুখ দেখা নাগেলেও আজ সকাল ১০-১১টার আগে সূর্যের মুখ এখনও দেখা যায়নি। প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষজন বিশেষ করে ভ্যান-রিকশা শ্রমিক ও কৃষক-কৃষাণিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাছানী গ্রামের ইউপি সদস্য হলদার রায় জানান, আমার এলাকার মোতালেবের আট বছরের শিশুকন্যা মুক্তা খাতুন আগুন পোয়াতে গিয়ে ওই আগুনে পড়ে গতকাল রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে বরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করে এবার দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হত।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

আগুন পোহাতে গিয়ে ছাত্রীর মৃত্যু

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে তারাগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলার গ্রামগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। তাপমাত্রা নেমে আসার পাশাপাশি প্রচণ্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়ছে এলাকার স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-যাত্রা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া যুক্ত হয়ে জনজীবন নাকাল হয়ে পড়েছে। গত ১৫ দিন সূর্যের মুখ দেখা নাগেলেও আজ সকাল ১০-১১টার আগে সূর্যের মুখ এখনও দেখা যায়নি। প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষজন বিশেষ করে ভ্যান-রিকশা শ্রমিক ও কৃষক-কৃষাণিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাছানী গ্রামের ইউপি সদস্য হলদার রায় জানান, আমার এলাকার মোতালেবের আট বছরের শিশুকন্যা মুক্তা খাতুন আগুন পোয়াতে গিয়ে ওই আগুনে পড়ে গতকাল রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে বরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করে এবার দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হত।