বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেনের জীবন নাশের হুমকি ও তার বিরুদ্ধে নানা মিথ্যাচার অপপ্রচারের অভিযোগে সোমবার দুপুরে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের আগলাপাড়া গ্রামের বোরহান উদ্দিন (৩৫), পারভেজ (৫০), ইদুল (২৫) ও খামার পাড়া গ্রামের রববান (৩০), ইমরান (৩৮), সহিদ (৪৫), ভিমপুর গ্রামের মিজানুর রহমান (৩৫), সোহেল (২৭), ও তার লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই সূত্রে ২৯ ডিসেম্বর রাতে বোরহান উদ্দিনের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে কম্পিউটার টাইপ করে ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিতরণ ও গাছে লাগিয়েছে এবং তাকে (ফারুক হোসেনকে) সুযোগ মত খুন জখম করার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে বোরহান উদ্দিন বলেন, চেয়ারম্যানের সাথে আমার কোন মতবিরোধ নেই। তাকে নিয়ে কম্পিউটার টাইপে লেখা মন্তব্য এবং পোস্টার লাগানোর ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক এম ইমরান হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার, ০১ জানুয়ারী ২০২০ , ১৮ পৌষ ১৪২৬, ৪ জমাদিউল আউয়াল ১৪৪১

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকি

প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেনের জীবন নাশের হুমকি ও তার বিরুদ্ধে নানা মিথ্যাচার অপপ্রচারের অভিযোগে সোমবার দুপুরে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের আগলাপাড়া গ্রামের বোরহান উদ্দিন (৩৫), পারভেজ (৫০), ইদুল (২৫) ও খামার পাড়া গ্রামের রববান (৩০), ইমরান (৩৮), সহিদ (৪৫), ভিমপুর গ্রামের মিজানুর রহমান (৩৫), সোহেল (২৭), ও তার লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই সূত্রে ২৯ ডিসেম্বর রাতে বোরহান উদ্দিনের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে কম্পিউটার টাইপ করে ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিতরণ ও গাছে লাগিয়েছে এবং তাকে (ফারুক হোসেনকে) সুযোগ মত খুন জখম করার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে বোরহান উদ্দিন বলেন, চেয়ারম্যানের সাথে আমার কোন মতবিরোধ নেই। তাকে নিয়ে কম্পিউটার টাইপে লেখা মন্তব্য এবং পোস্টার লাগানোর ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক এম ইমরান হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।