কোমল হাতে নতুন বইয়ের সৌরভ

গতকাল শিক্ষা বর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেন স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা। নতুন বই নিয়ে তারা বাড়ি ফিরেছে খুশি মনে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

ডুমুরিয়া

গতকাল খুলনা জেলা সদরসহ অন্যান্য উপজেলায় আনন্দমুখর পরিবেশের মাধ্যমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রে নতুন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, বইসহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণ অনুষ্ঠানে রয়েছে আমার প্রথম পড়া, এসো গণিত শিখি, ইংরেজি, সনাতন ধর্ম শিক্ষা বই অনুশীলন খাতা, পেনসিলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী। উপজেলার কেন্দ্র কোর্ড ২৬৭৭নং শিক্ষা কেন্দ্রের মনিটরিং কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মল্লিক ও সমাজসেবক মিলন কান্তি মল্লিক শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন। এ ব্যাপারে খুলনা জেলা সহকারী-প্রকল্প পরিচালক পর্ণা রায় চৌধুরী বলেন, ডুমুরিয়া উপজেলায় মোট ৬০টি শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে নতুন বই, খাতা, পেনসিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মোরেলগঞ্জ

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন- মাধ্যমিক ও দাখিল এবতেদায়ি স্তরের ৫শ’ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ হাজার শিক্ষার্থী পেলেন ৬ লাখ ৭৩ হাজার ৩শ’ ২২ কপি নতুন পাঠ্য বই।

নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। সর্বত্রই এখন উৎসবের আমেজ। বুধবার সকাল ১০টায় সরকারি বালিকা বিদ্যালয়ে এ বই উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারী শিক্ষক ভরত চন্দ্র সরদার, আব্দুল কাদেও ও ফারুক হোসেন। অপরদিকে সহকারী কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে লতিফিয়া দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় সকাল থেকেই এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কেজি মাধ্যমিক বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।

চিলমারী

সারাদেশের মতো কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানাহাট এ.ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এবারে উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১১৮টি স্কুলের মোট ২২ হাজার ২০৮জন শিক্ষার্থীর মাঝে ৯০ হাজার ৭৫৪টি নতুন বই এবং মাধ্যমিক পর্যায়ে ৩৭টি এবতেদায়ির ৪ হাজার ২০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৩০ হাজার ২০০ বই, ১২টি দাখিল মাদ্রাসার ৩ হাজার ৫শ’ ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ৩০০ বই, ২০টি মাধ্যমিক স্কুলের ১২ হাজার ৪০০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৭৯ হাজার ৫৫০টি বই, ৬টি এসএসসি ভোকেশনাল স্কুলের ৫২০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার ৯৯০টি বই, ২টি দাখিল ভোকেশনাল স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৭২০টি বই এবং ৮টি এসএসসি ও দাখিল ভোকেশনাল ট্রেড স্কুলের ৬৮০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ৩২০টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম রায়হান শাহ্।

আক্কেলপুর

নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মুখরিত। সবার মুখে মুখে প্রত্যয়োদ্দীপ্ত স্লোগান, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকিউল ইসলাম। আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীনের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকিউল ইসলাম।

গাজীপুর

জেলা শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে রেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে নতুন ড্রেস, বই এবং খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ-সভাপতি মো. গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মাকসুদুর রহমান কাজল মোল্লা, মো. মোশারফ হোসেন, প্রধান শিক্ষিকা রোকসানা সুলতানা, মো. মনজুর মোর্শেদ দেওয়ান প্রমুখ।

মির্জাপুর

মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি । বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের উদ্যোগে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে চেচানিয়াকান্দি সার্বজনীন শ্রী শ্রী শীতলা মন্দির অঙ্গনের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসব হয়। মন্দির কমিটির সভাপতি অজিত কুমার বৈদ্যর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক উৎসবমুখর রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী। ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার পরিতোষ বিশ্বাস, মিথুন পাল, শিক্ষক শিপ্রা মল্লিক, শহীদুল ইসলাম প্রমুখ।

বদলগাছী

বদলগাছী সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টায় বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে ৪৮ (নওগাঁ-৩) এর মাননীয় সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথমদিনে নতুন বই তুলে দিয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শামছুল আলম খাঁন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম জিল্লুর রহমান ।

কুমিল্লা

গতকাল সকালে কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় কলেজ অধ্যক্ষ নার্গিস আক্তারসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ। এ বছর জেলার ১৭টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১৫ লাখ ৬৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৪ লাখ বই তুলে দেয়া হয়।

ঝিনাইগাতী

অন্যান্য বছরের মতো এ বছর ১ জানুয়ারি সকালে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত নতুন বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এ সময় বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি সাইফুল ইসলাম সেজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোবাখ্খারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল প্রমুখ।

কালীগঞ্জ

গতকাল সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বই উৎসবে উপজেলার বেগম রায়েয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা, আ’লীগ নেতা এইচএম আবুবকর চৌধুরী, সিরাজুল ইসলাম, এসএম রবিন হোসেন, কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সালথা

সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলায় গতকাল বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজু মান-আরা বেগম, সহকরী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মাতুব্বর প্রমুখ।

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। গতকাল সকালে কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে পর্যায়ক্রমে আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জিনজিরা পি এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে পালিত হয়েছে বই উৎসব। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন।

মীরসরাই

সারাদেশের মতো মীরসরাই উপজেলায় সকল প্রাথমকি ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। বই বিতরণ উৎসব উপলক্ষে সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে ‘নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন’ ‘চল সবাই স্কুলে যাই বিনা মূল্যে বই পাই’ এই ম্লোগানকে সামনে রেখে বই বিতরণ উৎসব করা হয়। উক্ত বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান সহ প্রমুখ।

রাজিবপুর

গতকাল কুড়িগ্রামের চর রাজিবপুরের সুনামধন্য প্রতিষ্ঠান জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দিবসের শুরুতে ঘোটা করে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি জননেতা শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ , ১৯ পৌষ ১৪২৬, ৫ জমাদিউল আউয়াল ১৪৪১

কোমল হাতে নতুন বইয়ের সৌরভ

সংবাদ জাতীয় ডেস্ক

image

মোরেলগঞ্জ (বাগেরহাট) : জেকে একাডেমির শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই -সংবাদ

গতকাল শিক্ষা বর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেন স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা। নতুন বই নিয়ে তারা বাড়ি ফিরেছে খুশি মনে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

ডুমুরিয়া

গতকাল খুলনা জেলা সদরসহ অন্যান্য উপজেলায় আনন্দমুখর পরিবেশের মাধ্যমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রে নতুন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, বইসহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণ অনুষ্ঠানে রয়েছে আমার প্রথম পড়া, এসো গণিত শিখি, ইংরেজি, সনাতন ধর্ম শিক্ষা বই অনুশীলন খাতা, পেনসিলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী। উপজেলার কেন্দ্র কোর্ড ২৬৭৭নং শিক্ষা কেন্দ্রের মনিটরিং কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মল্লিক ও সমাজসেবক মিলন কান্তি মল্লিক শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন। এ ব্যাপারে খুলনা জেলা সহকারী-প্রকল্প পরিচালক পর্ণা রায় চৌধুরী বলেন, ডুমুরিয়া উপজেলায় মোট ৬০টি শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে নতুন বই, খাতা, পেনসিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মোরেলগঞ্জ

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন- মাধ্যমিক ও দাখিল এবতেদায়ি স্তরের ৫শ’ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ হাজার শিক্ষার্থী পেলেন ৬ লাখ ৭৩ হাজার ৩শ’ ২২ কপি নতুন পাঠ্য বই।

নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। সর্বত্রই এখন উৎসবের আমেজ। বুধবার সকাল ১০টায় সরকারি বালিকা বিদ্যালয়ে এ বই উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারী শিক্ষক ভরত চন্দ্র সরদার, আব্দুল কাদেও ও ফারুক হোসেন। অপরদিকে সহকারী কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে লতিফিয়া দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় সকাল থেকেই এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কেজি মাধ্যমিক বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।

চিলমারী

সারাদেশের মতো কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানাহাট এ.ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এবারে উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১১৮টি স্কুলের মোট ২২ হাজার ২০৮জন শিক্ষার্থীর মাঝে ৯০ হাজার ৭৫৪টি নতুন বই এবং মাধ্যমিক পর্যায়ে ৩৭টি এবতেদায়ির ৪ হাজার ২০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৩০ হাজার ২০০ বই, ১২টি দাখিল মাদ্রাসার ৩ হাজার ৫শ’ ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ৩০০ বই, ২০টি মাধ্যমিক স্কুলের ১২ হাজার ৪০০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৭৯ হাজার ৫৫০টি বই, ৬টি এসএসসি ভোকেশনাল স্কুলের ৫২০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার ৯৯০টি বই, ২টি দাখিল ভোকেশনাল স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৭২০টি বই এবং ৮টি এসএসসি ও দাখিল ভোকেশনাল ট্রেড স্কুলের ৬৮০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ৩২০টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম রায়হান শাহ্।

আক্কেলপুর

নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মুখরিত। সবার মুখে মুখে প্রত্যয়োদ্দীপ্ত স্লোগান, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকিউল ইসলাম। আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীনের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকিউল ইসলাম।

গাজীপুর

জেলা শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে রেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে নতুন ড্রেস, বই এবং খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ-সভাপতি মো. গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মাকসুদুর রহমান কাজল মোল্লা, মো. মোশারফ হোসেন, প্রধান শিক্ষিকা রোকসানা সুলতানা, মো. মনজুর মোর্শেদ দেওয়ান প্রমুখ।

মির্জাপুর

মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি । বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের উদ্যোগে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে চেচানিয়াকান্দি সার্বজনীন শ্রী শ্রী শীতলা মন্দির অঙ্গনের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসব হয়। মন্দির কমিটির সভাপতি অজিত কুমার বৈদ্যর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক উৎসবমুখর রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী। ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার পরিতোষ বিশ্বাস, মিথুন পাল, শিক্ষক শিপ্রা মল্লিক, শহীদুল ইসলাম প্রমুখ।

বদলগাছী

বদলগাছী সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টায় বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে ৪৮ (নওগাঁ-৩) এর মাননীয় সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথমদিনে নতুন বই তুলে দিয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শামছুল আলম খাঁন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম জিল্লুর রহমান ।

কুমিল্লা

গতকাল সকালে কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় কলেজ অধ্যক্ষ নার্গিস আক্তারসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ। এ বছর জেলার ১৭টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১৫ লাখ ৬৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৪ লাখ বই তুলে দেয়া হয়।

ঝিনাইগাতী

অন্যান্য বছরের মতো এ বছর ১ জানুয়ারি সকালে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত নতুন বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এ সময় বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি সাইফুল ইসলাম সেজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোবাখ্খারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল প্রমুখ।

কালীগঞ্জ

গতকাল সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বই উৎসবে উপজেলার বেগম রায়েয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা, আ’লীগ নেতা এইচএম আবুবকর চৌধুরী, সিরাজুল ইসলাম, এসএম রবিন হোসেন, কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সালথা

সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলায় গতকাল বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজু মান-আরা বেগম, সহকরী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মাতুব্বর প্রমুখ।

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। গতকাল সকালে কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে পর্যায়ক্রমে আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জিনজিরা পি এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে পালিত হয়েছে বই উৎসব। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন।

মীরসরাই

সারাদেশের মতো মীরসরাই উপজেলায় সকল প্রাথমকি ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। বই বিতরণ উৎসব উপলক্ষে সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে ‘নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন’ ‘চল সবাই স্কুলে যাই বিনা মূল্যে বই পাই’ এই ম্লোগানকে সামনে রেখে বই বিতরণ উৎসব করা হয়। উক্ত বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান সহ প্রমুখ।

রাজিবপুর

গতকাল কুড়িগ্রামের চর রাজিবপুরের সুনামধন্য প্রতিষ্ঠান জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দিবসের শুরুতে ঘোটা করে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি জননেতা শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।