চার জেলায় শীতবস্ত্র বিতরণ

নিম্ন আয়ের মানুষের শীতে দুর্ভোগ কমাতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন স্থানে চলছে শীতবস্ত্র বিতরণ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কালীগঞ্জ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সরকারি সহায়তায় শীতার্ত, অসহায়-সহায় সম্বলহীন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে রাতে প্রেসক্লাব কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মাফুজা আফরিন মনি, কোষাধক্ষ্য ওমর আলী মোল্লা, বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার, সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসাইন, ইমদিয়াজ আহমেদ প্রমুখ।

নরসিংদী

আবুল হাশিম মিয়া স্মৃতি সংসদ নরসিংদীর উদ্যোগে নরসিংদীর দুইজন রতœগর্ভা মা’কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। এছাড়াও শতাধিক অসহায় গরিব ও দুস্থ নর-নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নরসিংদীবাসীর প্রিয় ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রগতিশীল রাজনীতিবিদ আবুল হাশিম মিয়ার ২০তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে গতকাল নরসিংদী স্টেশন রোডস্থ ঐক্য ন্যাপ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন মিসেস আনোয়ারা বেগম ও হরিদাসী দাস। আবুল হাশিম মিয়া স্মৃতি সংসদের আহ্বয়াক মো. আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সদস্য সচিব সাংবাদিক নিবারণ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, লেখক ও গবেষক সরকার আবুল কালাম, কবি মোহসিন খন্দকার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আমিরুল ইসলাম ভূইয়া, শহিদুল্লাহ খন্দকার, মোজাম্মেল হক টিপু, বিজি রশীদ নওশের, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, হলধর দাস প্রমুখ।

বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালীতে সাংসদ মোস্তাফিজের রহমান চৌধুরীর পক্ষ থেকে দুই হাজার শীতার্তকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার সরল ইউনিয়নস্থ সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়ান জান্নাত, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি রাওকাতুন নূর চৌধুরী প্রিয়াতা, পৌর কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, সরল ইউনিয়নের ইউপি সদস্য রশিদ আহমদ প্রমুখ।

বেগমগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দুপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকায় ও চৌরাস্তায় শীতার্থ অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উভয়স্থানে শীতার্তদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর সভার মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম ও মো. সামছুউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, চৌমুহনী পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ , ১৯ পৌষ ১৪২৬, ৫ জমাদিউল আউয়াল ১৪৪১

চার জেলায় শীতবস্ত্র বিতরণ

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

কালীগঞ্জ (গাজীপুর) : শীতবস্ত্র নিচ্ছেন এক শীতার্ত -সংবাদ

নিম্ন আয়ের মানুষের শীতে দুর্ভোগ কমাতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন স্থানে চলছে শীতবস্ত্র বিতরণ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কালীগঞ্জ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সরকারি সহায়তায় শীতার্ত, অসহায়-সহায় সম্বলহীন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে রাতে প্রেসক্লাব কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মাফুজা আফরিন মনি, কোষাধক্ষ্য ওমর আলী মোল্লা, বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার, সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসাইন, ইমদিয়াজ আহমেদ প্রমুখ।

নরসিংদী

আবুল হাশিম মিয়া স্মৃতি সংসদ নরসিংদীর উদ্যোগে নরসিংদীর দুইজন রতœগর্ভা মা’কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। এছাড়াও শতাধিক অসহায় গরিব ও দুস্থ নর-নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নরসিংদীবাসীর প্রিয় ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রগতিশীল রাজনীতিবিদ আবুল হাশিম মিয়ার ২০তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে গতকাল নরসিংদী স্টেশন রোডস্থ ঐক্য ন্যাপ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন মিসেস আনোয়ারা বেগম ও হরিদাসী দাস। আবুল হাশিম মিয়া স্মৃতি সংসদের আহ্বয়াক মো. আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সদস্য সচিব সাংবাদিক নিবারণ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, লেখক ও গবেষক সরকার আবুল কালাম, কবি মোহসিন খন্দকার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আমিরুল ইসলাম ভূইয়া, শহিদুল্লাহ খন্দকার, মোজাম্মেল হক টিপু, বিজি রশীদ নওশের, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, হলধর দাস প্রমুখ।

বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালীতে সাংসদ মোস্তাফিজের রহমান চৌধুরীর পক্ষ থেকে দুই হাজার শীতার্তকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার সরল ইউনিয়নস্থ সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়ান জান্নাত, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি রাওকাতুন নূর চৌধুরী প্রিয়াতা, পৌর কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, সরল ইউনিয়নের ইউপি সদস্য রশিদ আহমদ প্রমুখ।

বেগমগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দুপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকায় ও চৌরাস্তায় শীতার্থ অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উভয়স্থানে শীতার্তদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর সভার মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম ও মো. সামছুউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, চৌমুহনী পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।