চসিক নির্বাচনের মার্চে : সিইসি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন চলতি বছরের মার্চ মাসে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। গত বুধবার চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গতবার ঢাকার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ শেষ না হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন পিছিয়েছে। মার্চে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হবে ৩০ জানুয়ারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটার হওয়ার জন্য জন্মসনদ বাধ্যতামূলক। এটা মূলত ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ড কার্যালয় থেকে নিতে হয়। অনেকে রোহিঙ্গা হওয়া সত্ত্বেও এ সনদ পেয়েছেন। এ কাজে কিছু জনপ্রতিনিধি জড়িত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বাংলাদেশি নাগরিক হিসেবে রোহিঙ্গাদের সনদ দিয়েছেন। রোহিঙ্গাদের ভোটার করা নির্বাচন কমিশনের কর্মীদের সম্পর্কে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়াদের মধ্যে বেশিরভাগই আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া।

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

চসিক নির্বাচনের মার্চে : সিইসি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন চলতি বছরের মার্চ মাসে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। গত বুধবার চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গতবার ঢাকার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ শেষ না হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন পিছিয়েছে। মার্চে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হবে ৩০ জানুয়ারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটার হওয়ার জন্য জন্মসনদ বাধ্যতামূলক। এটা মূলত ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ড কার্যালয় থেকে নিতে হয়। অনেকে রোহিঙ্গা হওয়া সত্ত্বেও এ সনদ পেয়েছেন। এ কাজে কিছু জনপ্রতিনিধি জড়িত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বাংলাদেশি নাগরিক হিসেবে রোহিঙ্গাদের সনদ দিয়েছেন। রোহিঙ্গাদের ভোটার করা নির্বাচন কমিশনের কর্মীদের সম্পর্কে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়াদের মধ্যে বেশিরভাগই আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া।