সরাইলে আ’লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

সরাইলে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সাবেক ব্যাংক কর্মকর্তার দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবু বকর সিদ্দিক নামে সাবেক ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে সরাইল থানায় আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া ও তার ছেলে সোহেল ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। কুতুব উদ্দিন ভূঁইয়া উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

জানা যায়, উপজেলার অরুয়াইল বাজারে দীর্ঘদিন যাবত আবু বকর সিদ্দিকের দখলে থাকা দোকানঘরটি কয়েকদিন আগে মেরামতের কাজ শুরু করা হয়। হঠাৎ করে এ দোকান ঘরের মালিকানা দাবি করছেন আ’লীগ নেতা কুতুব উদ্দিন। তিনি এ দোকান ঘরের মেরামত কাজে বাধা দেন এবং মেরামত কাজের কিছু মালামাল লুটে নেন।

অরুয়াইল বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, এ দোকানঘরের জায়গা কুতুব উদ্দিন ভূঁইয়া বহু বছর আগে ব্যাংকার আবু বকর সিদ্দিকের কাছে বিক্রি করেন। এ বিষয়টি এলাকার সবাই জানেন। এত বছর পর দোকানঘর মেরামতের সময়ে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন এখন মালিকানা দাবি করছেন।

অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবু তালেব জানান, এ দোকান ঘরের মালিক আবু বকর সিদ্দিক। জোরপূর্বক কুতুব উদ্দিন ভূঁইয়া এ দোকান ঘর দখলে নিতে চায়, এটা অন্যায়।

অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, কুতুব উদ্দিন ভূঁইয়া তিনি সরকারি রাস্তা ও তিতাস নদীর জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট বানিয়েছেন। এখন সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিকের দোকান ঘর দখল করতে চাচ্ছেন তিনি।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া বলেন, এ দোকান ঘরের জায়গা আমি উচ্চ আদালতে মামলা পরিচালনা করে পেয়েছি। তাই আবু বকর সিদ্দিক এই দোকান ঘর মেরামত করতে গেলে আমি বাধা দেই।

অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আজাদ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। স্থানীয় লোকজন জানান, সেই দোকান ঘর দীর্ঘ বছর যাবত আবু বকর সিদ্দিকের দখলে।

আরও খবর
দশমিনায় ২ গ্রামের মানুষের ভরসা ভাঙা বাঁশের সাঁকো
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় হকার নেতা নিহত
ফটিকছড়িতে সর্তার ভাঙনে গৃহহীন ১৩০ পরিবার বর্ষার আগে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
কালীগঞ্জে নির্মাণাধীন ছালাভরা সেতুর দুই পাশে তীব্র যানজট
জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ স্থানে বেড়িবাঁধ নির্মাণে পিআইসির অপারগতা
ফটিকছড়িতে চা বাগানের ব্যবস্থাপকের বাধায় সরকারি বাগান সৃজন কাজ বন্ধ
রাজিবপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ভোলা-ঢাকা নৌ-পথে দিনের বেলা চালু হলো এ্যাডভেঞ্চার-৫
কাহালুতে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার
সৈয়দপুরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শনিবার, ০৪ জানুয়ারী ২০২০ , ২১ পৌষ ১৪২৬, ৭ জমাদিউল আউয়াল ১৪৪১

সরাইলে আ’লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সরাইলে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সাবেক ব্যাংক কর্মকর্তার দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবু বকর সিদ্দিক নামে সাবেক ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে সরাইল থানায় আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া ও তার ছেলে সোহেল ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। কুতুব উদ্দিন ভূঁইয়া উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

জানা যায়, উপজেলার অরুয়াইল বাজারে দীর্ঘদিন যাবত আবু বকর সিদ্দিকের দখলে থাকা দোকানঘরটি কয়েকদিন আগে মেরামতের কাজ শুরু করা হয়। হঠাৎ করে এ দোকান ঘরের মালিকানা দাবি করছেন আ’লীগ নেতা কুতুব উদ্দিন। তিনি এ দোকান ঘরের মেরামত কাজে বাধা দেন এবং মেরামত কাজের কিছু মালামাল লুটে নেন।

অরুয়াইল বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, এ দোকানঘরের জায়গা কুতুব উদ্দিন ভূঁইয়া বহু বছর আগে ব্যাংকার আবু বকর সিদ্দিকের কাছে বিক্রি করেন। এ বিষয়টি এলাকার সবাই জানেন। এত বছর পর দোকানঘর মেরামতের সময়ে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন এখন মালিকানা দাবি করছেন।

অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবু তালেব জানান, এ দোকান ঘরের মালিক আবু বকর সিদ্দিক। জোরপূর্বক কুতুব উদ্দিন ভূঁইয়া এ দোকান ঘর দখলে নিতে চায়, এটা অন্যায়।

অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, কুতুব উদ্দিন ভূঁইয়া তিনি সরকারি রাস্তা ও তিতাস নদীর জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট বানিয়েছেন। এখন সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিকের দোকান ঘর দখল করতে চাচ্ছেন তিনি।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া বলেন, এ দোকান ঘরের জায়গা আমি উচ্চ আদালতে মামলা পরিচালনা করে পেয়েছি। তাই আবু বকর সিদ্দিক এই দোকান ঘর মেরামত করতে গেলে আমি বাধা দেই।

অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আজাদ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। স্থানীয় লোকজন জানান, সেই দোকান ঘর দীর্ঘ বছর যাবত আবু বকর সিদ্দিকের দখলে।