রাস্তায় প্রকাশ্যে ছাত্রীকে পেটালেন গ্রাম পুলিশ!

বাগেরহাটের মোরেলগঞ্জের তেলীগাতি ইউনিয়নে ১০ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী বিথী আক্তারকে প্রকাশ্যে পেটালেন গ্রাম পুলিশ মনির হাওলাদার।

ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে তেলীগাতির হেড়মা বাজার এলাকায়। ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা বেল্লাল খান জানান, তার মেয়ে বিথী সুরেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথিমধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হরগাতি গ্রামের আলী আকবর হাওলাদারের পুত্র গ্রাম পুলিশ মনির হাওলাদার ও তার সহযোগী শাখাওয়াত ফকির বিথীকে পথরোধ করে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় সে বিষয়টি শিক্ষকদের অবহিত করেন। পরবর্তীতে চিকিৎসার জন্য বাগেরহাটে ভর্তি করা হয়। স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে স্কুলে একটি বৈঠক বসায়। বৈঠকে কোনমতে দায়সারাভাবে ঘটনাটি ধামাচাপা দিয়ে এড়িয়ে যান কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, স্কুল ছাত্রীকে আহত ঘটনা তিনি অবহিত নন। তবে এ ধরনের অপরাধ যে ঘটিয়েছে তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, স্কুল ছাত্রীর ওপর হামলার বিষয়টি শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ওসিকে অবহিত করেছেন তিনি। গ্রাম পুলিশ মনির হাওলাদার বলেন, পারিবারিক দ্বন্দ্বের ঘটনা সাজানো হয়েছে। সকালে তার মাকে মারপিট করেছে ওই ছাত্রী ও তার বোন।

রবিবার, ০৫ জানুয়ারী ২০২০ , ২২ পৌষ ১৪২৬, ৮ জমাদিউল আউয়াল ১৪৪১

পূর্বশত্রুতার জের

রাস্তায় প্রকাশ্যে ছাত্রীকে পেটালেন গ্রাম পুলিশ!

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জের তেলীগাতি ইউনিয়নে ১০ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী বিথী আক্তারকে প্রকাশ্যে পেটালেন গ্রাম পুলিশ মনির হাওলাদার।

ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে তেলীগাতির হেড়মা বাজার এলাকায়। ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা বেল্লাল খান জানান, তার মেয়ে বিথী সুরেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথিমধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হরগাতি গ্রামের আলী আকবর হাওলাদারের পুত্র গ্রাম পুলিশ মনির হাওলাদার ও তার সহযোগী শাখাওয়াত ফকির বিথীকে পথরোধ করে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় সে বিষয়টি শিক্ষকদের অবহিত করেন। পরবর্তীতে চিকিৎসার জন্য বাগেরহাটে ভর্তি করা হয়। স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে স্কুলে একটি বৈঠক বসায়। বৈঠকে কোনমতে দায়সারাভাবে ঘটনাটি ধামাচাপা দিয়ে এড়িয়ে যান কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, স্কুল ছাত্রীকে আহত ঘটনা তিনি অবহিত নন। তবে এ ধরনের অপরাধ যে ঘটিয়েছে তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, স্কুল ছাত্রীর ওপর হামলার বিষয়টি শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ওসিকে অবহিত করেছেন তিনি। গ্রাম পুলিশ মনির হাওলাদার বলেন, পারিবারিক দ্বন্দ্বের ঘটনা সাজানো হয়েছে। সকালে তার মাকে মারপিট করেছে ওই ছাত্রী ও তার বোন।