‘পটিয়ার অলিগলিতে ইয়াবা, বেশি করে পত্রিকায় লিখুন’

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ার বিভিন্ন অলিগলি পাড়া মহল্লার অলিগলিতে কিছু ছোট ছোট ছেলেদেরকে দিয়ে ইয়াবা ও মাদক সরবরাহ করা হচ্ছে। সমাজের কিছু কুচক্রীমহল সমাজকে নষ্ট করছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব মাদক কারবারীদের বিরুদ্ধে পত্রিকায় লিখবেন। আপনি লিখলে পুলিশ খবর পাবে। কারন থানায় পুলিশ রয়েছে অল্পসংখ্যক আর এ অল্পসংখ্যক পুলিশ তো ৫ লাখ মানুষকে পাহারা দিতে পারবে না। সেজন্য আপনারা লিখলে পুলিশ অবগত হবে। এদের ধরতে হবে। স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষার্থীসহ সকলকে সচেতন হয়ে এদেরকে চিহ্নিত করতে হবে। সে যেই হোক না কেন। ভাই হোক স্বজন হোক তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

পটিয়া উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক কে এম শওকত ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু প্রমুখ।

রবিবার, ০৫ জানুয়ারী ২০২০ , ২২ পৌষ ১৪২৬, ৮ জমাদিউল আউয়াল ১৪৪১

‘পটিয়ার অলিগলিতে ইয়াবা, বেশি করে পত্রিকায় লিখুন’

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ার বিভিন্ন অলিগলি পাড়া মহল্লার অলিগলিতে কিছু ছোট ছোট ছেলেদেরকে দিয়ে ইয়াবা ও মাদক সরবরাহ করা হচ্ছে। সমাজের কিছু কুচক্রীমহল সমাজকে নষ্ট করছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব মাদক কারবারীদের বিরুদ্ধে পত্রিকায় লিখবেন। আপনি লিখলে পুলিশ খবর পাবে। কারন থানায় পুলিশ রয়েছে অল্পসংখ্যক আর এ অল্পসংখ্যক পুলিশ তো ৫ লাখ মানুষকে পাহারা দিতে পারবে না। সেজন্য আপনারা লিখলে পুলিশ অবগত হবে। এদের ধরতে হবে। স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষার্থীসহ সকলকে সচেতন হয়ে এদেরকে চিহ্নিত করতে হবে। সে যেই হোক না কেন। ভাই হোক স্বজন হোক তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

পটিয়া উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক কে এম শওকত ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু প্রমুখ।