শেরপুর আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা : আটক ১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার (৪৮) এর ওপর হামলা চালিয়ে পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি বিপণী প্রতিষ্ঠানের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর ৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ঠিকাদার ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম রেজাকে আটক করেছে।

গত ২ জানুয়ারি দুপুরে শহরের রাবেয়া কমপ্লেক্সে এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার শামীমের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ঠিকাদার সেলিম রেজার তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই আওয়ামী লীগ নেতা শামীম ইফতেখার ঘটনার ভুল বোঝাবুঝির অবসান করতে রাবেয়া কমপ্লেক্সের ওপর তলায় ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজার কাছে যায়। এ সময় অতর্কিতভাবে ওই আওমায়ী লীগ নেতা সেলিম রেজার সমর্থিত কতিপয় যুবক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখারের ওপর চড়াও হয়ে লোহার রড-লাঠিশোঠা দিয়ে বেদম মারপিট করে। এতে আওয়ামী লীগ নেতা শামীমের ডান পা ভেঙ্গে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এঘটনার প্রেক্ষিতে ওই ঠিকাদার সেলিম রেজাকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রবিবার, ০৫ জানুয়ারী ২০২০ , ২২ পৌষ ১৪২৬, ৮ জমাদিউল আউয়াল ১৪৪১

শেরপুর আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা : আটক ১

প্রতিনিধি,বগুড়া

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার (৪৮) এর ওপর হামলা চালিয়ে পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি বিপণী প্রতিষ্ঠানের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর ৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ঠিকাদার ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম রেজাকে আটক করেছে।

গত ২ জানুয়ারি দুপুরে শহরের রাবেয়া কমপ্লেক্সে এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার শামীমের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ঠিকাদার সেলিম রেজার তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই আওয়ামী লীগ নেতা শামীম ইফতেখার ঘটনার ভুল বোঝাবুঝির অবসান করতে রাবেয়া কমপ্লেক্সের ওপর তলায় ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজার কাছে যায়। এ সময় অতর্কিতভাবে ওই আওমায়ী লীগ নেতা সেলিম রেজার সমর্থিত কতিপয় যুবক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখারের ওপর চড়াও হয়ে লোহার রড-লাঠিশোঠা দিয়ে বেদম মারপিট করে। এতে আওয়ামী লীগ নেতা শামীমের ডান পা ভেঙ্গে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এঘটনার প্রেক্ষিতে ওই ঠিকাদার সেলিম রেজাকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।